গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।

জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৮ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৫ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে