বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।
বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’
বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’
এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।
বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’
বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’
এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে