বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।
বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’
বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’
এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।
বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’
বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’
এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
৪ ঘণ্টা আগে
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১ দিন আগে