Ajker Patrika

হলের আগেই ওটিটিতে অনুদানের সিনেমা ‘জলরঙ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘জল রঙ’ সিনেমার দৃশ্য; ছবি: সংগৃহীত
‘জল রঙ’ সিনেমার দৃশ্য; ছবি: সংগৃহীত

২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।

জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’

নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।

জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।

ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত