Ajker Patrika

ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার?

ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার?

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।

লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!

তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থাবিয়ের পর সামান্থা তাঁর নামের শেষাংশে স্বামীর পদবি ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তাঁর ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লেখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।

‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’

সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী

আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।

সামান্থা আক্কিনেনিটাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন সামান্থা। সেখানে তিনি বলেছেন, ‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’ 

তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থাবর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবি নিয়ে ব্যস্ত সামান্থা। এ ছাড়া ‘শকুন্তলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক ছবিতে অভিনয় করবেন সামান্থা। এর কোনো ছবিতেই চৈতন্যের সঙ্গে দেখা যাবে না সামান্থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনে ‘পরম্পরা’র শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে ‘পরম্পরা’র শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে নতুন ধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি। তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটির নাম ‘পরম্পরা’। পরিচালনা করেছেন আশিস রায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু প্রমুখ। ৩ জানুয়ারি থেকে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।

পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। গল্পে দেখা যাবে ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনযাপন ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়। একই ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে।

নতুন এই ধারাবাহিক নিয়ে গতকাল দীপ্ত টিভির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, পরিচালক আশিস রায়, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পরম্পরার শিল্পী ও কলাকুশলীরা। সেখানে ধারাবাহিকটির বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরে দেখা /কনসার্টে অস্থিরতার বছর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯: ০২
ঢাকার কনসার্টে আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
ঢাকার কনসার্টে আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনে ২০২৫ সাল বিশেষ কোনো সুখবর বয়ে আনতে পারেনি। নতুন গান প্রকাশ উল্লেখযোগ্য হারে কমেছে। নতুন গান প্রকাশ না করলেও বছরজুড়ে শিল্পীরা দর্শকদের কাছাকাছি থাকেন লাইভ কনসার্ট দিয়ে। এ বছর কনসার্ট নিয়েও ছিল অস্থিরতা। নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় একের পর এক কনসার্ট বাতিল হয়েছে।

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে গত ১১ এপ্রিল চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়। প্রথমে কনসার্টের তারিখ এক দিন পেছানো হলেও পরবর্তী সময়ে পুরো আয়োজনই বাতিল করা হয়। ১১ এপ্রিল পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদের কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। মেলোডি আনলিশড নামের এ কনসার্টে দেশের বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ডের গাওয়ার কথা ছিল। এতে অংশ নিতে শিল্পী ঢাকায়ও এসেছিলেন। তবে অনুষ্ঠানের ঘণ্টাখানেক আগে আয়োজনটি বাতিল করা হয়।

ঢাকায় এসেও দর্শকদের গান শোনাতে পারেননি পাকিস্তানের আরেক সংগীতশিল্পী আলী আজমত। ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এ কনসার্টে জেমসেরও গাওয়ার কথা ছিল। তবে ১৪ নভেম্বর অনুষ্ঠানের কয়েক দিন আগে স্থগিত ও পরে বাতিল করা হয় আয়োজনটি। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর। ‘সাউন্ড অব সোল’ শিরোনামের এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল দেশের দুই ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভের। সেটিও বাতিল হয়ে যায়। ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈনের কনসার্ট হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর। আয়োজনের সপ্তাহ দুয়েক আগে এটিও বাতিল হয়ে যায়। এর আগে বাতিল হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট।

এ ছাড়া, ১৩ ডিসেম্বর মেইন স্টেজ আয়োজিত এক কনসার্টে গান শোনানোর কথা ছিল আতিফ আসলামের। তিনি ঢাকায়ও এসেছিলেন। প্রশাসনের অনুমতি না মেলায় কনসার্টটি হয়নি। তার বদলে কয়েকটি প্রাইভেট কনসার্টে গান শুনিয়ে ঢাকা ছাড়েন আতিফ। তবে যে কনসার্ট বাতিলের খবর দেশ-বিদেশে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে, সেটা জেমসের কনসার্ট। গত শুক্রবার ফরিদপুর জেলা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে গাওয়ার কথা ছিল জেমসের। গান শোনাতে যথাসময়ে সেখানে গিয়েছিলেন তিনি। তবে বহিরাগত ব্যক্তিদের হামলা ও ইটবৃষ্টির মুখে কনসার্টটি বাতিল হয়ে যায়, শেষ পর্যন্ত গান না গেয়েই ফরিদপুর ছাড়েন জেমস।

দেশের কনসার্টে যখন অনিশ্চয়তা চলছিল, তখন শিল্পীরা ব্যস্ত সময় কাটিয়েছেন বিদেশে। যুক্তরাষ্ট্রে সংগীতসফরে গিয়েছিলেন জেমস, আসিফ আকবর, বাপ্পা মজুমদার, প্রতীক হাসান, প্রীতম হাসান, ব্যান্ড অর্থহীন ও মাইলস। অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছেন কুমার বিশ্বজিৎ ও তানযীর তুহীন। সিঙ্গাপুরে গাইতে গিয়েছিলেন কনা। আর্ক, শিরোনামহীন, ওয়ারফেজ, অ্যাশেজ, মিলাসহ একাধিক ব্যান্ড ও শিল্পী কনসার্ট করেছেন কানাডায়।

বছরজুড়ে যেসব গান নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে রয়েছে ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, কোনাল-নিলয়ের ‘ময়না’, পান্থ কানাইয়ের ‘সেই এক সময় ছিল’, সাইফ জোহানের ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’, শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’, ইমরানের ‘পারব না তোমাকে ছাড়তে’ ইত্যাদি। কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার গাওয়া ‘মাস্ত কালান্দার’, তানযীর তুহীনের ‘ক্যাফে’, হাবিবের ‘মহা জাদু’ এবং অঙ্কনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ উপভোগ করেছেন শ্রোতারা।

সিনেমায় এ বছর হাতে গোনা কয়েকটি গান আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে তাণ্ডব সিনেমায় প্রীতম ও জেফারের গাওয়া ‘লিচুর বাগানে’, বরবাদ সিনেমায় প্রীতম ও দোলার ‘চাঁদমামা’, জ্বীন থ্রি সিনেমায় ইমরান ও কনার ‘কন্যা’। জংলি সিনেমার ‘ও বন্ধু গো শোনো’, দাগির ‘একটুখানি মন’ গান দুটিও প্রশংসিত হয়েছে। এ ছাড়া, হৃদয়ের কথা নাটকে হাবিব-ন্যান্‌সির গাওয়া ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে’, আশিকি নাটকে কনা-সজীবের গাওয়া ‘যদি মনটা চুরি করি’ এবং ‘গুলমোহর’ ওয়েব সিরিজে তানযীর তুহীনের গাওয়া ‘সুরের হাহাকার’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরে দেখা /সংগীতে আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮: ৫৯
তাহসান খান
তাহসান খান
  • গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে পারফর্ম করার সময় গান ছাড়ার ঘোষণা দেন তাহসান খান। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে নানা গুঞ্জন ছড়ালে, তাহসান নিশ্চিত করেন, ধীরে ধীরে গান ও অভিনয় দুই মাধ্যমকেই বিদায় জানাচ্ছেন তিনি। এ বছর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেও আলোচনায় ছিলেন তাহসান।
  • এক বছর বিরতির পর ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে গায়িকাকে।
  • ১১ বছর আগে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্যান্ড তারকা নগর বাউল জেমসের। গত বছর যুক্তরাষ্ট্রপ্রবাসী নামিয়া আমিনকে বিয়ে করেছেন তিনি। বিচ্ছেদের মতো নতুন বিয়ের খবরও গোপন রেখেছিলেন জেমস। এ বছর জুনে নতুন সংসারে জন্ম নেয় পুত্রসন্তান। গত অক্টোবরে সন্তান ও নতুন বিয়ের খবর জানান জেমস।
  • জুন মাসে ফেসবুকে গোলাম মোহাম্মদ ইফতেখারের সঙ্গে বিচ্ছেদের খবর জানান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ৩ ও ৪ ডিসেম্বর ফেসবুকে ‘মেহেদি’ গানের প্রমোশন হিসেবে মেহেদিরাঙা হাতের ছবি শেয়ার করলে গুঞ্জন ছড়ায়—আবার বিয়ে করছেন কনা। গান মুক্তির পর সেই গুঞ্জনের অবসান হয়।
  • গত জুনে আজম খানের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ১৪ বছর পর আবার নতুন উদ্যমে ফিরেছে ব্যান্ড উচ্চারণ। ইতিমধ্যে ব্যান্ডের সদস্যরা কার্যক্রম শুরু করেছেন।
  • প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেছেন অর্ণব। ৩০ অক্টোবর প্রকাশ পায় তাঁর নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’।
  • গত অক্টোবরে স্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী মুজিব পরদেশী। তাঁর মতো সিনিয়র শিল্পীর এমন ব্যবহার আহত করে অনেককে।
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত জুনে গজলশিল্পী মেজবাহ আহমেদের বিরুদ্ধে অকথ্য ভাষার ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ করেন সংগীতশিল্পী পার্থ মজুমদার।
  • মৃত্যুর পাঁচ বছর পর সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের নামে বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানো হয়। গত সেপ্টেম্বরে উপ-কর কমিশনারের কার্যালয় থেকে পাঠানো নোটিশটিতে উল্লেখ করা হয়, সব মিলিয়ে শিল্পীর কাছে ৭২ হাজার ৮০৩ টাকা পাওনা রয়েছে।
  • গত আগস্টে সিনেমার গানকে বিদায় বলেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। অডিও গানে আরও মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরে দেখা /বিশ্বসংগীতের জমকালো বছর

বিনোদন ডেস্ক
দ্য উইকেন্ড
দ্য উইকেন্ড

বিশ্বসংগীতে এত সফল বছর আগে খুব কমই এসেছে। বিশ্বজুড়ে শিল্পীরা বেরিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। এসব কনসার্ট উপভোগ করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। ফলে অনেক দেশের জন্য কনসার্ট ও সংগীত উৎসব হয়ে উঠেছে রাজস্বের উৎস। ব্যাপকসংখ্যক নতুন গান ও অ্যালবাম প্রকাশ পেয়েছে এ বছর, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পেইড সাবস্ক্রিপশন বেড়েছে, সংগীতে এআইয়ের বিপ্লব ঘটেছে—সব মিলিয়ে বিশ্বসংগীতে ২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকবে।

লাইভ মিউজিকের জন্য এটি ছিল যুগান্তকারী বছর। বিভিন্ন ব্যান্ড ও শিল্পী সংগীতসফরে বেরিয়েছেন। তাঁদের কনসার্টে দর্শকদের উপস্থিতি রেকর্ড ভেঙেছে। দি উইকেন্ডের ‘আফটার আওয়ারস টিল ডাউন’ ছিল এ বছরের সবচেয়ে আলোচিত ট্যুর। ১ বিলিয়ন ডলারের বেশি আয় এসেছে এ সফর থেকে। দর্শকসংখ্যার দিক থেকে ইতিহাসের অন্যতম বড় সংগীতসফর হিসেবে জায়গা করে নিয়েছে কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্পেয়ারস ওয়ার্ল্ড ট্যুর’। এ ছাড়া ওয়েসিসের ‘লাইভ ২৫ ট্যুর’, বিয়ন্সের ‘কাউবয় কার্টার ট্যুর’, এড শিরানের ‘ম্যাথমেটিকস ট্যুর’, ডুয়া লিপার ‘র‍্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এ বছর ইংরেজির পাশাপাশি আফ্রোবিটস, লাতিন পপ, আরবি পপও ব্যাপকভাবে শুনেছেন শ্রোতারা। কে-পপের প্রভাব এ বছর আরও বেড়েছে। রোজের ‘আপাতে’ গত বছর প্রকাশ পেলেও এ বছরও জনপ্রিয়তার শীর্ষে ছিল, বিভিন্ন টপচার্টে স্থান পেয়েছে গানটি। কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সামরিক প্রশিক্ষণ থেকে ফেরাটা কোরিয়ান ইন্ডাস্ট্রিকে আরও চাঙা করেছে। ‘কে-পপ ডেমন হান্টারস’ সিনেমার সাউন্ডট্র্যাক নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এ ছাড়া, টুমরো এক্স টুগেদার এবং এসপা ব্যান্ডও পরিচিতি পেয়েছে।

এ বছর ফিরে এসেছে সিডি এবং ভিনাইল। শৌখিন সংগীতপ্রেমীরা ডিজিটালের তুলনায় ফিজিক্যাল মাধ্যমে আগ্রহী হচ্ছেন। সেটা মাথায় রেখে টেইলর সুইফট, ডেভিড বোয়ি, এড শিরান, বিলি আইলিশের মতো জনপ্রিয় শিল্পীরাও ভিনাইল এবং সিডিতে অ্যালবাম মুক্তি দিচ্ছেন। স্ট্রিমিংয়ের এই রমরমা সময়ে অ্যানালগ প্রযুক্তির পুনরুত্থান আশ্চর্য ঘটনাই বটে!

সংগীতাঙ্গনেও এ বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আধিপত্য বিস্তার করেছে। গানের কারিগরেরা বিভিন্ন এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করে গান বানাচ্ছেন। সেটা কতখানি নৈতিক কিংবা মৌলিক গানের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সে প্রসঙ্গে বছরজুড়ে নানা তর্ক চলেছে পক্ষে-বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত