
মাঝরাতে লাইভে এসে ভয় দেখাতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গত সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে আসেন তিনি। চোখমুখে আতঙ্কের ছাপ নিয়ে জানান, কয়েকদিন ধরে ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে তাঁর। এক অশরীরি পিছু নিয়েছে। যেখানেই যাচ্ছেন, কালো পোশাকে ঢাকা এক ব্যক্তি অনুসরণ করছে তাঁকে।
এমনকি, নিজের ফ্ল্যাটের বেলকনিতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই ‘ভূত’কেও লাইভে দেখান সাদিয়া। তাঁর লাইভ শেষ হতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুশ্চিন্তায় একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন ভক্তরা।
সবাই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। এর কিছুক্ষণ পর ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। জানা যায়, ভৌতিক গল্পের এ কনটেন্টের প্রচারের জন্য এত কিছু করেছেন অভিনেত্রী!
এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে। সমালোচনার মুখে নিজের ফেসবুক পেজ ডিঅ্যাকটিভ করে রাখেন অভিনেত্রী। অবশেষে, আজ দুপুরে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন তিনি।
এ স্ট্যাটাসে সাদিয়া আঙুল তুলেছেন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে কর্তৃপক্ষের দিকে। জানিয়েছেন, লাইভটি করতে সায় ছিল না তাঁর। চ্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে এমনটি করতে বাধ্য হয়েছেন।
সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কনটেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে, লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’
চ্যানেল কর্তৃপক্ষকে দোষ দিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি।’
লাইভ কাণ্ডে দর্শকদের কাছে ক্ষমা না চাইলেও সাদিয়া জানিয়েছেন, ভবিষ্যতে এসব বিষয়ে সচেতন থাকবেন তিনি। লিখেছেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এ রকম স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল থাকব।’



মাঝরাতে লাইভে এসে ভয় দেখাতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গত সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে আসেন তিনি। চোখমুখে আতঙ্কের ছাপ নিয়ে জানান, কয়েকদিন ধরে ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে তাঁর। এক অশরীরি পিছু নিয়েছে। যেখানেই যাচ্ছেন, কালো পোশাকে ঢাকা এক ব্যক্তি অনুসরণ করছে তাঁকে।
এমনকি, নিজের ফ্ল্যাটের বেলকনিতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই ‘ভূত’কেও লাইভে দেখান সাদিয়া। তাঁর লাইভ শেষ হতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুশ্চিন্তায় একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন ভক্তরা।
সবাই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। এর কিছুক্ষণ পর ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। জানা যায়, ভৌতিক গল্পের এ কনটেন্টের প্রচারের জন্য এত কিছু করেছেন অভিনেত্রী!
এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে। সমালোচনার মুখে নিজের ফেসবুক পেজ ডিঅ্যাকটিভ করে রাখেন অভিনেত্রী। অবশেষে, আজ দুপুরে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন তিনি।
এ স্ট্যাটাসে সাদিয়া আঙুল তুলেছেন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে কর্তৃপক্ষের দিকে। জানিয়েছেন, লাইভটি করতে সায় ছিল না তাঁর। চ্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে এমনটি করতে বাধ্য হয়েছেন।
সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কনটেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে, লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’
চ্যানেল কর্তৃপক্ষকে দোষ দিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি।’
লাইভ কাণ্ডে দর্শকদের কাছে ক্ষমা না চাইলেও সাদিয়া জানিয়েছেন, ভবিষ্যতে এসব বিষয়ে সচেতন থাকবেন তিনি। লিখেছেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এ রকম স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল থাকব।’



রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে