
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেতে যাচ্ছে দেশের পর্দায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি ঢাকায় মুক্তি পাবে। তার আগে ছবিটি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ২৬-এ দেখানো হবে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় এই আসরে ৮ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের এই ছবি। সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই ছবির মূল বিষয়। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আবহসংগীত করেছেন অর্ণব। ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। একটি চমৎকার আবহে কাজটি করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ছবি মানসম্মত হয়। আমি আশাবাদী ছবিটি আমাদের চলচ্চিত্রজগতে নতুন মাত্রা যোগ করবে।’
পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন নোনাজলের কাব্য। তিনি বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আজ থেকে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্বই নেই। মহামারির কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়নি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কেবল কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে। জোয়ারের তীব্রতা তো রয়েছেই। গত বছর ঘূর্ণিঝড়ও অনেক ক্ষতি করেছে।’

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেতে যাচ্ছে দেশের পর্দায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি ঢাকায় মুক্তি পাবে। তার আগে ছবিটি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ২৬-এ দেখানো হবে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় এই আসরে ৮ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের এই ছবি। সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই ছবির মূল বিষয়। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আবহসংগীত করেছেন অর্ণব। ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। একটি চমৎকার আবহে কাজটি করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ছবি মানসম্মত হয়। আমি আশাবাদী ছবিটি আমাদের চলচ্চিত্রজগতে নতুন মাত্রা যোগ করবে।’
পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন নোনাজলের কাব্য। তিনি বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আজ থেকে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্বই নেই। মহামারির কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়নি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কেবল কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে। জোয়ারের তীব্রতা তো রয়েছেই। গত বছর ঘূর্ণিঝড়ও অনেক ক্ষতি করেছে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে