
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেতে যাচ্ছে দেশের পর্দায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি ঢাকায় মুক্তি পাবে। তার আগে ছবিটি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ২৬-এ দেখানো হবে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় এই আসরে ৮ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের এই ছবি। সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই ছবির মূল বিষয়। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আবহসংগীত করেছেন অর্ণব। ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। একটি চমৎকার আবহে কাজটি করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ছবি মানসম্মত হয়। আমি আশাবাদী ছবিটি আমাদের চলচ্চিত্রজগতে নতুন মাত্রা যোগ করবে।’
পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন নোনাজলের কাব্য। তিনি বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আজ থেকে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্বই নেই। মহামারির কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়নি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কেবল কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে। জোয়ারের তীব্রতা তো রয়েছেই। গত বছর ঘূর্ণিঝড়ও অনেক ক্ষতি করেছে।’

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেতে যাচ্ছে দেশের পর্দায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি ঢাকায় মুক্তি পাবে। তার আগে ছবিটি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ২৬-এ দেখানো হবে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় এই আসরে ৮ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের এই ছবি। সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই ছবির মূল বিষয়। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আবহসংগীত করেছেন অর্ণব। ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। একটি চমৎকার আবহে কাজটি করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ছবি মানসম্মত হয়। আমি আশাবাদী ছবিটি আমাদের চলচ্চিত্রজগতে নতুন মাত্রা যোগ করবে।’
পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন নোনাজলের কাব্য। তিনি বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আজ থেকে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্বই নেই। মহামারির কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়নি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কেবল কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে। জোয়ারের তীব্রতা তো রয়েছেই। গত বছর ঘূর্ণিঝড়ও অনেক ক্ষতি করেছে।’

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১২ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
১ দিন আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে