
ভারতীয় সিনেমায় অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় ফিল্মফেয়ার। রাজ্যভেদে এই পুরস্কারের ভিন্ন ভিন্ন আয়োজন হয়ে থাকে। ১৪ মার্চ ফিল্মফেয়ার কর্তৃপক্ষ ২০২১ সালের পুরস্কারের জন্য মনোনীত বাংলা সিনেমা ও শিল্পী-কলাকুশলীদের নাম প্রকাশ করেছে। তালিকায় জায়গা করে নিয়েছেন চার বাংলাদেশী। তাঁরা হলেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী জয়া আহসান, গীতিকার আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। তাঁরা মনোনয়ন পেয়েছেন ভিন্ন তিনটি বিভাগে।
ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের সুবাদে মোশাররফ করিম নমিনেশন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও সৌমিত্র চ্যাটার্জি।
‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত এ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (জনপ্রিয় বিভাগ) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক বিভাগ) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া।
গীতিকবি আসিফ ইকবাল মনোনীত হয়েছেন শ্রেষ্ঠ গীতিকার বিভাগে। ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় ‘মায়ার কাঙাল আমি’ শিরোনামের গানটির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অমিত-ঈশানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান। আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকারের নমিনেশন পেয়েছেন শ্রীজাত, অনুপম রায়, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস।
শ্রেষ্ঠ গায়ক হিসেবে কণ্ঠশিল্পী মাহতিম শাকিব মনোনয়ন পেয়েছেন ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানের জন্য। ‘প্রেম টেম’ সিনেমার গান এটি। এই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জি (দুটি), অনুপম রায়, ঈশান মিত্র ও শোভন গাঙ্গুলি।
আগামী ১৭ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই কলকাতা পৌঁছেছেন মোশাররফ করিম ও জয়া আহসান। আসিফ ইকবাল ও মাহতিম শাকিবও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন। দুজনেই প্রস্তুতি নিচ্ছেন কলকাতায় যাওয়ার।

ভারতীয় সিনেমায় অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় ফিল্মফেয়ার। রাজ্যভেদে এই পুরস্কারের ভিন্ন ভিন্ন আয়োজন হয়ে থাকে। ১৪ মার্চ ফিল্মফেয়ার কর্তৃপক্ষ ২০২১ সালের পুরস্কারের জন্য মনোনীত বাংলা সিনেমা ও শিল্পী-কলাকুশলীদের নাম প্রকাশ করেছে। তালিকায় জায়গা করে নিয়েছেন চার বাংলাদেশী। তাঁরা হলেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী জয়া আহসান, গীতিকার আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। তাঁরা মনোনয়ন পেয়েছেন ভিন্ন তিনটি বিভাগে।
ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের সুবাদে মোশাররফ করিম নমিনেশন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও সৌমিত্র চ্যাটার্জি।
‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত এ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (জনপ্রিয় বিভাগ) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক বিভাগ) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া।
গীতিকবি আসিফ ইকবাল মনোনীত হয়েছেন শ্রেষ্ঠ গীতিকার বিভাগে। ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় ‘মায়ার কাঙাল আমি’ শিরোনামের গানটির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অমিত-ঈশানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান। আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকারের নমিনেশন পেয়েছেন শ্রীজাত, অনুপম রায়, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস।
শ্রেষ্ঠ গায়ক হিসেবে কণ্ঠশিল্পী মাহতিম শাকিব মনোনয়ন পেয়েছেন ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানের জন্য। ‘প্রেম টেম’ সিনেমার গান এটি। এই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জি (দুটি), অনুপম রায়, ঈশান মিত্র ও শোভন গাঙ্গুলি।
আগামী ১৭ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই কলকাতা পৌঁছেছেন মোশাররফ করিম ও জয়া আহসান। আসিফ ইকবাল ও মাহতিম শাকিবও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন। দুজনেই প্রস্তুতি নিচ্ছেন কলকাতায় যাওয়ার।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে