
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।
এই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:
১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।
২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।
৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।
৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।
৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।
৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।
৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।
এই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:
১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।
২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।
৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।
৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।
৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।
৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।
৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে