মীর রাকিব হাসান

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা পুরস্কার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) জিতল বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’। ছবিতে অভিনয়ের জন্য সেরার স্বীকৃতি পেলেন আজমেরী হক বাঁধন। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাঁধন। পুরস্কার প্রাপ্তির পর কথা বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। আবেগাপ্লূত বাঁধন বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমার এই প্রাপ্তির জন্য ছবির টিম ও পরিবারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মেয়েকে, যে আমার জীবনের পাওয়ার হাউজ, আমার সকল শক্তির উৎস। আর যার কথা না বললেই নয়, তিনি এই ছবির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি আমাকে এই ছবিতে কাস্ট করেছেন। আমাকে এমন একটা স্বপ্নের জায়গায় নিয়ে এসেছেন যা কখনো ভাবিনি আমি।’
বাঁধন এই পুরস্কারটি উৎসর্গ করেছেন বিশ্বের সেইসব সংগ্রামী নারীদের, যারা নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন। তিনি বলেন, ‘আমারও একটা লড়াই ছিল। আমি কঠোর পরিশ্রম আর সাধনায় আজকের অবস্থানে এসেছি। আমি মনে করি পরিশ্রম, সাধনা আর সততা থাকলে যে কেউ তাঁর লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’
বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল আমন্ত্রণ পেয়ে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডন ফিল্ম ফেস্টিভাল অব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে। এরই মধ্যে অস্কারের মনোনয়ন পাওয়ার প্রতিযোগতায় বাংলাদেশের ছবি হিসেবে জমা পড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সব মিলিয়ে বলা যায় বাঁধনের এই জয়রথ চলবে বহুদূর।
শুক্রবার (১২ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’, ঠিক আগের দিন বাঁধনের এমন অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে পুরো টিম। বিশ্বজুড়ে প্রশংসা পাওয়া এই ছবি দেশের মানুষকে কতটা আন্দোলিত করতে পারবে বলে মনে করছেন বাঁধন? উত্তরে বাঁধন বলেন, ‘দর্শক যদি হল পর্যন্ত আসে অবশ্যই ছবির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। এই ছবিতে এমন কিছু আছে হয়তো তাঁকে নতুন করে ভাবাবে। হয়তো এটা তাঁরও গল্প, তিনিও চাচ্ছিলেন এমন স্টেপ নিতে। হয়তো তাঁর পরিচিত কারো সঙ্গে এমন কিছু ঘটেছে। এটা আমার, আপনার, আমাদের সবার গল্প। এর প্রত্যেকটা চরিত্রই আমাদের আশেপাশে বসবাস করে।’
এটা কোনো ফ্যান্টাসি গল্প নয়। এটা দেখে যে মানুষ অনেক মজা পাবে ব্যাপারটি এমনও নয়। এটা ভাবনার গল্প। আমাদের ভাবনার জগতটাকে নাড়া দেওয়ার গল্প। বাঁধন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের কথা বাদই দিলাম। আমি মুক্তির আগেই ভালো সাড়া পাচ্ছি। যেসব সিনেমাহলে দেওয়া হয়েছে সেসব হল কর্তৃপক্ষ আশাবাদ জানাচ্ছেন। যদিও ইতিমধ্যেই পাইরেসি হয়েছে। এখন দর্শক আসলে পাইরেসি দেখবেন না সততার সঙ্গে একটা ভালো গল্প দেখতে হলে আসবেন সেই সিদ্ধান্ত তাঁদের। দশটি হলে মুক্তি পাচ্ছে প্রথমদিন। আশা করছি সামনে হল সংখ্যা আরও বাড়বে।’
১০ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘রেহানা মরিয়ম নূর’ ছবির প্রিমিয়ার শো। ছবি শেষ হতেই বাঁধনদের দাঁড়িয়ে অভিবাদন জানায় উপস্থিত দর্শকরা। বাঁধনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় তার ১০ বছরের মেয়ে সায়রা। পাশে আপ্লুত বাঁধনের বাবাও। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁধনের বাবা আমিনুল হক বলেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি জানতাম না, আমাদের পরিবার চাইত না বাঁধন মিডিয়ায় কাজ করুক। সবাই বলতো মেয়ে মানুষ এসব করবে কেন? ডাক্তার হচ্ছে তাই হোক। কিন্তু আমি চাই বাঁধন যে কাজ ভালোবেসে, ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমিই ঠিক। আমার মেয়ে তাঁর কাজটা ঠিকমতো করছে। আজ আমার খুব ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘ছবিটা দেখে মনে হয়েছে, আমার মেয়ে বাঁধন আর নাতনির সংগ্রাম দেখছি। এই রকমের একটা সময় পার করতে হয়েছে তাঁদের। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। দেশের জন্য সে যেন আরও ভালো কিছু করতে পারে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা পুরস্কার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) জিতল বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’। ছবিতে অভিনয়ের জন্য সেরার স্বীকৃতি পেলেন আজমেরী হক বাঁধন। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাঁধন। পুরস্কার প্রাপ্তির পর কথা বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। আবেগাপ্লূত বাঁধন বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমার এই প্রাপ্তির জন্য ছবির টিম ও পরিবারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মেয়েকে, যে আমার জীবনের পাওয়ার হাউজ, আমার সকল শক্তির উৎস। আর যার কথা না বললেই নয়, তিনি এই ছবির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি আমাকে এই ছবিতে কাস্ট করেছেন। আমাকে এমন একটা স্বপ্নের জায়গায় নিয়ে এসেছেন যা কখনো ভাবিনি আমি।’
বাঁধন এই পুরস্কারটি উৎসর্গ করেছেন বিশ্বের সেইসব সংগ্রামী নারীদের, যারা নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন। তিনি বলেন, ‘আমারও একটা লড়াই ছিল। আমি কঠোর পরিশ্রম আর সাধনায় আজকের অবস্থানে এসেছি। আমি মনে করি পরিশ্রম, সাধনা আর সততা থাকলে যে কেউ তাঁর লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’
বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল আমন্ত্রণ পেয়ে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডন ফিল্ম ফেস্টিভাল অব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে। এরই মধ্যে অস্কারের মনোনয়ন পাওয়ার প্রতিযোগতায় বাংলাদেশের ছবি হিসেবে জমা পড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সব মিলিয়ে বলা যায় বাঁধনের এই জয়রথ চলবে বহুদূর।
শুক্রবার (১২ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’, ঠিক আগের দিন বাঁধনের এমন অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে পুরো টিম। বিশ্বজুড়ে প্রশংসা পাওয়া এই ছবি দেশের মানুষকে কতটা আন্দোলিত করতে পারবে বলে মনে করছেন বাঁধন? উত্তরে বাঁধন বলেন, ‘দর্শক যদি হল পর্যন্ত আসে অবশ্যই ছবির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। এই ছবিতে এমন কিছু আছে হয়তো তাঁকে নতুন করে ভাবাবে। হয়তো এটা তাঁরও গল্প, তিনিও চাচ্ছিলেন এমন স্টেপ নিতে। হয়তো তাঁর পরিচিত কারো সঙ্গে এমন কিছু ঘটেছে। এটা আমার, আপনার, আমাদের সবার গল্প। এর প্রত্যেকটা চরিত্রই আমাদের আশেপাশে বসবাস করে।’
এটা কোনো ফ্যান্টাসি গল্প নয়। এটা দেখে যে মানুষ অনেক মজা পাবে ব্যাপারটি এমনও নয়। এটা ভাবনার গল্প। আমাদের ভাবনার জগতটাকে নাড়া দেওয়ার গল্প। বাঁধন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের কথা বাদই দিলাম। আমি মুক্তির আগেই ভালো সাড়া পাচ্ছি। যেসব সিনেমাহলে দেওয়া হয়েছে সেসব হল কর্তৃপক্ষ আশাবাদ জানাচ্ছেন। যদিও ইতিমধ্যেই পাইরেসি হয়েছে। এখন দর্শক আসলে পাইরেসি দেখবেন না সততার সঙ্গে একটা ভালো গল্প দেখতে হলে আসবেন সেই সিদ্ধান্ত তাঁদের। দশটি হলে মুক্তি পাচ্ছে প্রথমদিন। আশা করছি সামনে হল সংখ্যা আরও বাড়বে।’
১০ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘রেহানা মরিয়ম নূর’ ছবির প্রিমিয়ার শো। ছবি শেষ হতেই বাঁধনদের দাঁড়িয়ে অভিবাদন জানায় উপস্থিত দর্শকরা। বাঁধনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় তার ১০ বছরের মেয়ে সায়রা। পাশে আপ্লুত বাঁধনের বাবাও। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁধনের বাবা আমিনুল হক বলেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি জানতাম না, আমাদের পরিবার চাইত না বাঁধন মিডিয়ায় কাজ করুক। সবাই বলতো মেয়ে মানুষ এসব করবে কেন? ডাক্তার হচ্ছে তাই হোক। কিন্তু আমি চাই বাঁধন যে কাজ ভালোবেসে, ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমিই ঠিক। আমার মেয়ে তাঁর কাজটা ঠিকমতো করছে। আজ আমার খুব ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘ছবিটা দেখে মনে হয়েছে, আমার মেয়ে বাঁধন আর নাতনির সংগ্রাম দেখছি। এই রকমের একটা সময় পার করতে হয়েছে তাঁদের। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। দেশের জন্য সে যেন আরও ভালো কিছু করতে পারে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে