
কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’
গত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।
পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটাতে হয়েছে।
ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।

কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’
গত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।
পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটাতে হয়েছে।
ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২১ ঘণ্টা আগে