
জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’

জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
৯ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৪ ঘণ্টা আগে