বিনোদন প্রতিবেদক

ঢাকা: ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে শাকিব খানের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’–এর। গত ২৫ মে বেলা ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হয়ে টানা ১০ দিনের শুটিং চলবে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী, কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাঁরা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছেন, এতে আমরা আশাবাদী খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং অত্যন্ত সফলতার সঙ্গে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি মুক্তি দেওয়ার।’
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ –এর সাইনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক তপু খান এবং বাংলা সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী উপস্থিত ছিলেন।
তপু খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সব কলাকুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথাসময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একইভাবে শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’

ঢাকা: ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে শাকিব খানের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’–এর। গত ২৫ মে বেলা ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হয়ে টানা ১০ দিনের শুটিং চলবে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী, কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাঁরা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছেন, এতে আমরা আশাবাদী খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং অত্যন্ত সফলতার সঙ্গে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি মুক্তি দেওয়ার।’
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ –এর সাইনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক তপু খান এবং বাংলা সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী উপস্থিত ছিলেন।
তপু খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সব কলাকুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথাসময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একইভাবে শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে