
আর্ট ফিল্মের জন্য বিশ্বের সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম মুবি ডটকম (mubi. com)। এখানে পাওয়া যায় ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কুয়েন্টিন ট্যারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঙ্কোইস ট্রুফোরের মতো নির্মাতাদের চলচ্চিত্র।
এই আইকনিক পরিচালকদের সিনেমা ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। মুবি এরই মধ্যে তাদের ক্যাটালগে ছবিটি যুক্ত করেছে। বিভিন্ন উৎসবে চলচ্চিত্রটির বহু অর্জনের কথাও উল্লেখ করেছে মুবি কর্তৃপক্ষ।
বাংলাদেশের জসীম আহমেদ প্রযোজিত এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের বিরতির পর রূপালী পর্দায় ফিরেছেন প্রখ্যাত অভিনেত্রী অপি করিম।
সিনেমায় অপির চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার। স্বামী বেকার, তাই সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেন সোমা।
এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— পশ্চিমবঙ্গের অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়, শোহেল মন্ডল, চন্দ্রেয়ী ঘোষ এবং ব্রাত্য বসু প্রমুখ।
চীনের মর্যাদাসম্পন্ন ২৩ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ সিনোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপীয় প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে।
এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পায় ‘মায়ার জঞ্জাল’।

আর্ট ফিল্মের জন্য বিশ্বের সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম মুবি ডটকম (mubi. com)। এখানে পাওয়া যায় ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কুয়েন্টিন ট্যারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঙ্কোইস ট্রুফোরের মতো নির্মাতাদের চলচ্চিত্র।
এই আইকনিক পরিচালকদের সিনেমা ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। মুবি এরই মধ্যে তাদের ক্যাটালগে ছবিটি যুক্ত করেছে। বিভিন্ন উৎসবে চলচ্চিত্রটির বহু অর্জনের কথাও উল্লেখ করেছে মুবি কর্তৃপক্ষ।
বাংলাদেশের জসীম আহমেদ প্রযোজিত এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের বিরতির পর রূপালী পর্দায় ফিরেছেন প্রখ্যাত অভিনেত্রী অপি করিম।
সিনেমায় অপির চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার। স্বামী বেকার, তাই সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেন সোমা।
এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— পশ্চিমবঙ্গের অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়, শোহেল মন্ডল, চন্দ্রেয়ী ঘোষ এবং ব্রাত্য বসু প্রমুখ।
চীনের মর্যাদাসম্পন্ন ২৩ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ সিনোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপীয় প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে।
এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পায় ‘মায়ার জঞ্জাল’।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ দিন আগে