
ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার পরিচালক তাজু কামরুল, প্রযোজক মো. মনিরুল ইসলাম। আজ কক্সবাজারে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে সায়ন্তিকার বিপরীতে থাকছেন জায়েদ খান।
৯ আগস্ট জায়েদ-সায়ন্তিকার ছায়াবাজ সিনেমার খবর প্রকাশিত হলে জায়েদ খান বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না বলেও জানান। ২৫ আগস্ট আজকের পত্রিকায় জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য সায়ন্তিকার ঢাকায় আসার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ, গতকাল সায়ন্তিকা ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এ চিত্রনায়ক। দুপুরেই শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।
এ প্রসঙ্গে গতকাল জায়েদ খান বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি, তাই না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। সায়ন্তিকা কলকাতার সিনেমায় পরীক্ষিত একজন নায়িকা। আশা করি আমাদের নতুন জুটি দর্শকের কাছে ভালো লাগবে।’
নির্মাতা তাজু কামরুল বলেন, ‘একেবারে বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছায়াবাজ। এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর কথা ছিল। অনুমতিও নেওয়া হয়েছিল সেভাবে। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আসতে দেরি হয়েছে সায়ন্তিকার। আজ (গতকাল) জায়েদ-সায়ন্তিকা কক্সবাজারে পৌঁছেছে। কাল (আজ) থেকে শুটিং শুরু হবে। টানা ১৫ দিন চলবে শুটিং। এরপর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ। আশা করছি দর্শকদের একটি উপভোগ্য কাজ উপহার দিতে পারব।’
ঢালিউডে প্রথম হলেও বাংলাদেশি অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সায়ন্তিকার। টালিউডের ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার জায়েদ খানের বিপরীতে দর্শকের মন জয় করার মিশন সায়ন্তিকার সামনে।

ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার পরিচালক তাজু কামরুল, প্রযোজক মো. মনিরুল ইসলাম। আজ কক্সবাজারে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে সায়ন্তিকার বিপরীতে থাকছেন জায়েদ খান।
৯ আগস্ট জায়েদ-সায়ন্তিকার ছায়াবাজ সিনেমার খবর প্রকাশিত হলে জায়েদ খান বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না বলেও জানান। ২৫ আগস্ট আজকের পত্রিকায় জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য সায়ন্তিকার ঢাকায় আসার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ, গতকাল সায়ন্তিকা ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এ চিত্রনায়ক। দুপুরেই শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।
এ প্রসঙ্গে গতকাল জায়েদ খান বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি, তাই না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। সায়ন্তিকা কলকাতার সিনেমায় পরীক্ষিত একজন নায়িকা। আশা করি আমাদের নতুন জুটি দর্শকের কাছে ভালো লাগবে।’
নির্মাতা তাজু কামরুল বলেন, ‘একেবারে বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছায়াবাজ। এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর কথা ছিল। অনুমতিও নেওয়া হয়েছিল সেভাবে। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আসতে দেরি হয়েছে সায়ন্তিকার। আজ (গতকাল) জায়েদ-সায়ন্তিকা কক্সবাজারে পৌঁছেছে। কাল (আজ) থেকে শুটিং শুরু হবে। টানা ১৫ দিন চলবে শুটিং। এরপর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ। আশা করছি দর্শকদের একটি উপভোগ্য কাজ উপহার দিতে পারব।’
ঢালিউডে প্রথম হলেও বাংলাদেশি অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সায়ন্তিকার। টালিউডের ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার জায়েদ খানের বিপরীতে দর্শকের মন জয় করার মিশন সায়ন্তিকার সামনে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৪ ঘণ্টা আগে