
ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার পরিচালক তাজু কামরুল, প্রযোজক মো. মনিরুল ইসলাম। আজ কক্সবাজারে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে সায়ন্তিকার বিপরীতে থাকছেন জায়েদ খান।
৯ আগস্ট জায়েদ-সায়ন্তিকার ছায়াবাজ সিনেমার খবর প্রকাশিত হলে জায়েদ খান বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না বলেও জানান। ২৫ আগস্ট আজকের পত্রিকায় জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য সায়ন্তিকার ঢাকায় আসার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ, গতকাল সায়ন্তিকা ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এ চিত্রনায়ক। দুপুরেই শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।
এ প্রসঙ্গে গতকাল জায়েদ খান বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি, তাই না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। সায়ন্তিকা কলকাতার সিনেমায় পরীক্ষিত একজন নায়িকা। আশা করি আমাদের নতুন জুটি দর্শকের কাছে ভালো লাগবে।’
নির্মাতা তাজু কামরুল বলেন, ‘একেবারে বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছায়াবাজ। এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর কথা ছিল। অনুমতিও নেওয়া হয়েছিল সেভাবে। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আসতে দেরি হয়েছে সায়ন্তিকার। আজ (গতকাল) জায়েদ-সায়ন্তিকা কক্সবাজারে পৌঁছেছে। কাল (আজ) থেকে শুটিং শুরু হবে। টানা ১৫ দিন চলবে শুটিং। এরপর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ। আশা করছি দর্শকদের একটি উপভোগ্য কাজ উপহার দিতে পারব।’
ঢালিউডে প্রথম হলেও বাংলাদেশি অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সায়ন্তিকার। টালিউডের ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার জায়েদ খানের বিপরীতে দর্শকের মন জয় করার মিশন সায়ন্তিকার সামনে।

ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার পরিচালক তাজু কামরুল, প্রযোজক মো. মনিরুল ইসলাম। আজ কক্সবাজারে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে সায়ন্তিকার বিপরীতে থাকছেন জায়েদ খান।
৯ আগস্ট জায়েদ-সায়ন্তিকার ছায়াবাজ সিনেমার খবর প্রকাশিত হলে জায়েদ খান বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না বলেও জানান। ২৫ আগস্ট আজকের পত্রিকায় জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য সায়ন্তিকার ঢাকায় আসার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ, গতকাল সায়ন্তিকা ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এ চিত্রনায়ক। দুপুরেই শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।
এ প্রসঙ্গে গতকাল জায়েদ খান বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি, তাই না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। সায়ন্তিকা কলকাতার সিনেমায় পরীক্ষিত একজন নায়িকা। আশা করি আমাদের নতুন জুটি দর্শকের কাছে ভালো লাগবে।’
নির্মাতা তাজু কামরুল বলেন, ‘একেবারে বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছায়াবাজ। এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর কথা ছিল। অনুমতিও নেওয়া হয়েছিল সেভাবে। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আসতে দেরি হয়েছে সায়ন্তিকার। আজ (গতকাল) জায়েদ-সায়ন্তিকা কক্সবাজারে পৌঁছেছে। কাল (আজ) থেকে শুটিং শুরু হবে। টানা ১৫ দিন চলবে শুটিং। এরপর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ। আশা করছি দর্শকদের একটি উপভোগ্য কাজ উপহার দিতে পারব।’
ঢালিউডে প্রথম হলেও বাংলাদেশি অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সায়ন্তিকার। টালিউডের ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার জায়েদ খানের বিপরীতে দর্শকের মন জয় করার মিশন সায়ন্তিকার সামনে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৯ মিনিট আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২৭ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩১ মিনিট আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩৫ মিনিট আগে