মুম্বাইয়ের রামোজি ফিল্ম সিটিতে শেষ হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ভারতীয় অংশের শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমার টিম এবার আসবে বাংলাদেশে। সেপ্টেম্বর ও অক্টোবর এই দুমাস হবে বাংলাদেশ অংশের শুটিং।
আগামী সেপ্টেম্বরে দেশের বিভিন্নস্থানে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। যার বেশিরভাগই হবে বঙ্গবন্ধুর বিশাল জনসভা ও ঐতিহাসিক পদচারণার দৃশ্য।
গত ৪ এপ্রিল মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শেষ হয় ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের প্রথম লটের শুটিং। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে কয়েক দফায় শিল্পীরা গিয়েছিলেন ভারতে। সেখানে শুটিং শেষে গত সপ্তাহে সব শিল্পীই দেশে ফিরেছেন। তাদের সবাইকেই পরবর্তী শুটিংয়ের সময় জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে বলা হয়েছে।
জানা যায়, এবার বাংলাদেশ অংশে ঢাকা ও গোপালগঞ্জের বেশ কিছু জনসভাসহ ছবিটির বাকি দৃশ্যধারণ হবে। এরপর সম্পাদনার কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক মুক্তি পেতে পারে।
এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে আছেন নুসরাত ফারিয়া।
এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।
‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২১ সালেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের।

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৩৬ মিনিট আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৮ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে