
২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৯ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৯ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৯ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে