
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন–৩ এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেস সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৩০ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১২ ঘণ্টা আগে