
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৪ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৫ ঘণ্টা আগে