
১০ জানুয়ারি দুপুরে প্রথম জানা যায় পরীমণির সন্তানসম্ভবা হওয়ার খবর। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিও প্রকাশ পায় ওই দিন। পরী তখন বলেছিলেন, ‘আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই।’
পরীমণির এই বিরতির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছিল নির্মাতাদের। কারণ সন্তানসম্ভবা হওয়ার আগে পরী যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো ঠিক সময়ে শেষ করতে না পারলে বিপাকে পড়বেন নির্মাতারা।
অরণ্য আনোয়ার তাঁকে নিয়ে ‘মা’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। পরীর শিডিউল ফাঁকা না থাকায় গত বছরের শেষের দিকে ছবির অন্য শিল্পীদের নিয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন। জানুয়ারি থেকে মা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীর।
অন্যদিকে নির্মাতা রাশিদ পলাশ পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। পরীর বিরতির ঘোষণায় বিপাকে পড়েছিলেন তিনিও।
তবে পরী অবশেষে মন নরম করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, এখনই ছুটিতে যাবেন না। এ দুটি ছবির শুটিং শেষ করে তবেই নেবেন মাতৃত্বকালীন বিরতি। ফলে স্বস্তি পেয়েছেন অরণ্য আনোয়ার ও রাশিদ পলাশ।
জানা গেছে, শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরী। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির দ্বিতীয় লটের শুটিং। ২২ জানুয়ারি থেকে এ ইউনিটে যোগ দেবেন অভিনেত্রী।
আর প্রীতিলতা ছবির জন্য শিডিউল দেবেন দুই মাস পর। ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। মার্চ মাসে পরী সময় দিলেই প্রীতিলতার বাকি শুটিং শেষ হবে।
মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত একগুচ্ছ ছবি। তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, ‘চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’।
আরও পড়ুন:

১০ জানুয়ারি দুপুরে প্রথম জানা যায় পরীমণির সন্তানসম্ভবা হওয়ার খবর। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিও প্রকাশ পায় ওই দিন। পরী তখন বলেছিলেন, ‘আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই।’
পরীমণির এই বিরতির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছিল নির্মাতাদের। কারণ সন্তানসম্ভবা হওয়ার আগে পরী যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো ঠিক সময়ে শেষ করতে না পারলে বিপাকে পড়বেন নির্মাতারা।
অরণ্য আনোয়ার তাঁকে নিয়ে ‘মা’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। পরীর শিডিউল ফাঁকা না থাকায় গত বছরের শেষের দিকে ছবির অন্য শিল্পীদের নিয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন। জানুয়ারি থেকে মা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীর।
অন্যদিকে নির্মাতা রাশিদ পলাশ পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। পরীর বিরতির ঘোষণায় বিপাকে পড়েছিলেন তিনিও।
তবে পরী অবশেষে মন নরম করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, এখনই ছুটিতে যাবেন না। এ দুটি ছবির শুটিং শেষ করে তবেই নেবেন মাতৃত্বকালীন বিরতি। ফলে স্বস্তি পেয়েছেন অরণ্য আনোয়ার ও রাশিদ পলাশ।
জানা গেছে, শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরী। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির দ্বিতীয় লটের শুটিং। ২২ জানুয়ারি থেকে এ ইউনিটে যোগ দেবেন অভিনেত্রী।
আর প্রীতিলতা ছবির জন্য শিডিউল দেবেন দুই মাস পর। ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। মার্চ মাসে পরী সময় দিলেই প্রীতিলতার বাকি শুটিং শেষ হবে।
মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত একগুচ্ছ ছবি। তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, ‘চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’।
আরও পড়ুন:

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে