বিনোদন ডেস্ক

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও লাক্সতারকা নাজিফা তুষিসহ পাঁচ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান এভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।
আহত অপর তিন জন হলেন, অভিনেতা খাইরুল বাসার, জোনায়েদ বোগদাদি ও শরিফুল রাজের বন্ধু নাফিজ।
ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আহতদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেছেন, জোনায়েদ আইসিইউতে আছে। কাল সার্জারি করবে। তবে আলহামদুলিল্লাহ, এখন শঙ্কামুক্ত। কথা বলতে পারছে। নাফিস (রাজের বন্ধু) আইসিইউতে আছে, সার্জারি লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছে। শরিফুল রাজের একটি হাতের জয়েন্ট ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। খায়রুল বাসারের বুকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে, চিকিৎসা চলছে। সুস্থ আছে।
তিনি যোগ করেন, সারারাত হাসপাতালে থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে অনেক সাংবাদিক ভাই এবং মিডিয়ার সহকর্মী বন্ধুদের ফোন ধরতে পারিনি। ফোন ধরতে না পারার জন্য দুঃখিত। আপনারা ওদের সবার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।
‘একই দিনে আরেকটি দুঃসংবাদ, পরিচালক জাকারিয়া সৌখিন হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। প্রচণ্ড অস্থির আর মন খারাপ করা একটা সময়। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার শক্তি দিক।’
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার ব্যাপক আলোচনায় রয়েছেন।

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও লাক্সতারকা নাজিফা তুষিসহ পাঁচ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান এভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।
আহত অপর তিন জন হলেন, অভিনেতা খাইরুল বাসার, জোনায়েদ বোগদাদি ও শরিফুল রাজের বন্ধু নাফিজ।
ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আহতদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেছেন, জোনায়েদ আইসিইউতে আছে। কাল সার্জারি করবে। তবে আলহামদুলিল্লাহ, এখন শঙ্কামুক্ত। কথা বলতে পারছে। নাফিস (রাজের বন্ধু) আইসিইউতে আছে, সার্জারি লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছে। শরিফুল রাজের একটি হাতের জয়েন্ট ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। খায়রুল বাসারের বুকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে, চিকিৎসা চলছে। সুস্থ আছে।
তিনি যোগ করেন, সারারাত হাসপাতালে থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে অনেক সাংবাদিক ভাই এবং মিডিয়ার সহকর্মী বন্ধুদের ফোন ধরতে পারিনি। ফোন ধরতে না পারার জন্য দুঃখিত। আপনারা ওদের সবার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।
‘একই দিনে আরেকটি দুঃসংবাদ, পরিচালক জাকারিয়া সৌখিন হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। প্রচণ্ড অস্থির আর মন খারাপ করা একটা সময়। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার শক্তি দিক।’
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার ব্যাপক আলোচনায় রয়েছেন।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে