
আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নতুন দুই সিনেমা। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। দুই নির্মাতারই প্রথম সিনেমা। এই দুই সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে টেলর সুইফটের সংগীত সফর নিয়ে নির্মিত ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।
অসম্ভব
মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে ‘অসম্ভব’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। অসম্ভব দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অরুণা বিশ্বাসের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, অরুণা বিশ্বাস প্রমুখ। অরুণা বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প।’
মেঘের কপাট
নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প। অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, তন্বী, সাইফ-উজ-জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন প্রমুখ। নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘সবাই চেষ্টা করেছে নিজের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে।
আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবেন।’
টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর
ইরাস ট্যুর দিয়ে এখন বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। এ সংগীত সফরকে পর্দায় তুলে ধরেছেন টেলর। নির্মাণ করেছেন ডকুমেন্টারি সিনেমা। সিনেমাটি বানিয়েছেন স্যাম রেঞ্চ। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর।

আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নতুন দুই সিনেমা। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। দুই নির্মাতারই প্রথম সিনেমা। এই দুই সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে টেলর সুইফটের সংগীত সফর নিয়ে নির্মিত ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।
অসম্ভব
মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে ‘অসম্ভব’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। অসম্ভব দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অরুণা বিশ্বাসের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, অরুণা বিশ্বাস প্রমুখ। অরুণা বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প।’
মেঘের কপাট
নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প। অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, তন্বী, সাইফ-উজ-জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন প্রমুখ। নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘সবাই চেষ্টা করেছে নিজের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে।
আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবেন।’
টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর
ইরাস ট্যুর দিয়ে এখন বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। এ সংগীত সফরকে পর্দায় তুলে ধরেছেন টেলর। নির্মাণ করেছেন ডকুমেন্টারি সিনেমা। সিনেমাটি বানিয়েছেন স্যাম রেঞ্চ। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৬ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৬ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৬ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে