Ajker Patrika

বাঙালি সাজে কান চত্বরে নির্মাতা-প্রযোজক

আপডেট : ২০ মে ২০২৩, ১১: ৫২
বাঙালি সাজে কান চত্বরে নির্মাতা-প্রযোজক

আজ শনিবার ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘মা’য়ের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে। এর আগেও দেশীয় অনেক সিনেমার প্রিমিয়ার হয়েছে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে। তবে ‘মা’-এর প্রিমিয়ারে ভিন্নতা দেখা গেল কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরে ও বাইরে। এ দিন সিনেমার নির্মাতা-প্রযোজকেরা কান শহরের পথে পথে হেঁটে বাংলাদেশের পতাকা ওড়ালেন। শুধু তাই নয়, তাঁদের সাঝপোশাকেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। তাঁরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে বেরিয়েছিলেন।

এ প্রসঙ্গে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘এটা অনেকের কাছে অভিনব মনে হলেও আমার কাছে এটা খুব স্বাভাবিক। আমি এই ফরাসি কূলে এসেছি নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে। সেটা হতে পারে আন-অফিশিয়াল। কিন্তু এসেছি তো আমার দেশের বাংলা চলচ্চিত্র নিয়ে। সেখানে বাংলাদেশের সিনেমা নিয়ে, বাঙালি চেহারা ও ভাষা নিয়ে এই কানে এসে কেন আমি বাঙালি পোশাক পরার স্বাধীনতা পাব না? আমি উৎসবের ড্রেস কোডকে সম্মান করে টাক্সেডো পরে যেমন লালগালিচায় হেঁটেছি, এবার তেমনি লুঙ্গি-পাঞ্জাবি পরে পতাকা হাতে কান শহরও চরিয়ে বেরিয়েছি।’

কান উৎসবে বাঙালিয়ানার ছোঁয়া‘মা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

চলতি বছরের কান উৎসবে ‘মা’য়ের সদস্যরা ছাড়াও বাংলাদেশ থেকে আরও রয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নঈম ইমতিয়াজ নেয়ামূল, স্বপন আহমেদ ও সাজ্জাদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত