বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’
গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’
এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’
নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।

নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’
গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’
এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’
নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে