
চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।

তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’

চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।

তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে