
আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।
‘নদীর জলে শাপলা ভাসে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি, আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র দেওয়ার জন্য।’
শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।
এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।

আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।
‘নদীর জলে শাপলা ভাসে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি, আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র দেওয়ার জন্য।’
শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।
এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে