বিনোদন ডেস্ক

মুক্তির পরপরই দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এ নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এবার ধূমকেতু বাংলাদেশের হলে মুক্তি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন প্রযোজক।
গতকাল পশ্চিমবঙ্গের বাংলাদেশ উপহাইকমিশনে ধূমকেতু মুক্তির আবেদনপত্র জমা দেওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে রানা সরকার বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁরা অনুরোধ করেছেন ধূমকেতু সেখানে রিলিজের জন্য। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ নিয়ে আবেদন আগেই জানিয়েছিলাম। এরপর বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে উপহাইকমিশনারের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দিলাম।’
কবে নাগাদ ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে তা নিয়ে সঠিক জবাব দিতে পারেননি রানা সরকার। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বলে (হাইকমিশন থেকে) জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় থাকে। তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে, ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কি না।’
২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বাংলাদেশের হলে শুরু হয়েছিল ভারতীয় সিনেমার মুক্তির যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পায় ৯টি ভারতীয় সিনেমা। তবে গত বছর আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। দুই দেশের সম্পর্কের অবনতির প্রভাব পড়ে সিনেমা আদান-প্রদানেও। এই সময়ে মাত্র একটি ভারতীয় সিনেমা দেখা গেছে বাংলাদেশের হলে। গত বছর ১ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। ধূমকেতু দিয়ে সেই বিরতি ভাঙবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির পর টালিউড বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি প্রথম দুই সপ্তাহ শেষে আয় করেছে ২১ কোটি রুপির বেশি। ধূমকেতু পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। রানা সরকারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন দেব।

মুক্তির পরপরই দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এ নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এবার ধূমকেতু বাংলাদেশের হলে মুক্তি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন প্রযোজক।
গতকাল পশ্চিমবঙ্গের বাংলাদেশ উপহাইকমিশনে ধূমকেতু মুক্তির আবেদনপত্র জমা দেওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে রানা সরকার বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁরা অনুরোধ করেছেন ধূমকেতু সেখানে রিলিজের জন্য। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ নিয়ে আবেদন আগেই জানিয়েছিলাম। এরপর বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে উপহাইকমিশনারের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দিলাম।’
কবে নাগাদ ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে তা নিয়ে সঠিক জবাব দিতে পারেননি রানা সরকার। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বলে (হাইকমিশন থেকে) জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় থাকে। তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে, ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কি না।’
২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বাংলাদেশের হলে শুরু হয়েছিল ভারতীয় সিনেমার মুক্তির যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পায় ৯টি ভারতীয় সিনেমা। তবে গত বছর আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। দুই দেশের সম্পর্কের অবনতির প্রভাব পড়ে সিনেমা আদান-প্রদানেও। এই সময়ে মাত্র একটি ভারতীয় সিনেমা দেখা গেছে বাংলাদেশের হলে। গত বছর ১ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। ধূমকেতু দিয়ে সেই বিরতি ভাঙবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির পর টালিউড বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি প্রথম দুই সপ্তাহ শেষে আয় করেছে ২১ কোটি রুপির বেশি। ধূমকেতু পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। রানা সরকারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন দেব।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৮ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৮ ঘণ্টা আগে