
তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:

তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে