Ajker Patrika

রণবীর-দীপিকার ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১২
রণবীর-দীপিকার ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

শেষ হলো অপেক্ষা। বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এল নতুন অতিথি। আজ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। এখনো রণবীর বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতিকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে।

শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। নেটিজেনদের অনেকেই ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানান। এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবার মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন তাঁরা। তারপরই শনিবার বিকেলে ভর্তি হন এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ আর রোববার এল খুশির খবর। দুই থেকে তিনে পরিণত হলো বাজিরাও-মাস্তানি জুটি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সংগৃহীতশোনা যাচ্ছে, সন্তানের দেখভাল করার জন্য অভিনয় থেকে আপাতত বিরতিতে যাচ্ছেন দীপিকা। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সংগৃহীত২০১৮ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা করে এই দম্পতি জানান তাঁদের প্রথম সন্তান আসার খবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত