
ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
১ ঘণ্টা আগে