বিনোদন ডেস্ক

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে অতিথি চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। অন্যদিকে ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্র হয়ে সালমানকে জেল ভেঙে বের করে এনেছিলেন শাহরুখ। এ দুই সিনেমায় পাঠান ও টাইগারের একসঙ্গে আবির্ভাব ব্যাপক সাড়া পেয়েছিল। সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার পরিকল্পনার সূত্রপাত।
প্রযোজক আদিত্য চোপড়ার ইচ্ছা ছিল, পাঠান চরিত্রের শাহরুখ ও টাইগার চরিত্রের সালমানকে একসঙ্গে নিয়ে পুরো একটি সিনেমা বানানোর। সেই থেকে অপেক্ষায় ভক্তরা, কবে আসবে টাইগার ভার্সেস পাঠান! সবারই চাওয়া, সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক। তবে সে চাওয়া সহসাই পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখতে দর্শকদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।
শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এর আগে শোনা গিয়েছিল, টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি করতে তাঁরা দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও প্রস্তুত। শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা! তবে পুরো বিষয়টি স্থগিত হয়ে গেছে প্রযোজকের নতুন সিদ্ধান্তে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদিত্য চোপড়া মনে করছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে অনেক কিছু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে এবার ভিন্নতার খোঁজ করছেন তিনি। ভবিষ্যতে স্পাই ইউনিভার্সের সিনেমার পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে চান প্রযোজক। একই রকম ফর্মুলার ব্যবহার বন্ধ করে একঘেয়েমি এড়ানোর দিকেই নজর তাঁর।
সে কারণে টাইগার ভার্সেস পাঠানের শুটিং শুরু হতে আরও বেশ খানিকটা দেরি হবে। কারণ, বর্তমানে প্রযোজক আদিত্য চোপড়ার একমাত্র ধ্যানজ্ঞান রণবীর কাপুরের ‘ধুম ৪’ নিয়ে। প্রযোজক নিজেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এটির কাজ শেষ হলেই শুরু হবে শাহরুখ-সালমানকে নিয়ে নতুন গল্প লেখার কাজ।

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে অতিথি চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। অন্যদিকে ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্র হয়ে সালমানকে জেল ভেঙে বের করে এনেছিলেন শাহরুখ। এ দুই সিনেমায় পাঠান ও টাইগারের একসঙ্গে আবির্ভাব ব্যাপক সাড়া পেয়েছিল। সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার পরিকল্পনার সূত্রপাত।
প্রযোজক আদিত্য চোপড়ার ইচ্ছা ছিল, পাঠান চরিত্রের শাহরুখ ও টাইগার চরিত্রের সালমানকে একসঙ্গে নিয়ে পুরো একটি সিনেমা বানানোর। সেই থেকে অপেক্ষায় ভক্তরা, কবে আসবে টাইগার ভার্সেস পাঠান! সবারই চাওয়া, সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক। তবে সে চাওয়া সহসাই পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখতে দর্শকদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।
শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এর আগে শোনা গিয়েছিল, টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি করতে তাঁরা দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও প্রস্তুত। শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা! তবে পুরো বিষয়টি স্থগিত হয়ে গেছে প্রযোজকের নতুন সিদ্ধান্তে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদিত্য চোপড়া মনে করছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে অনেক কিছু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে এবার ভিন্নতার খোঁজ করছেন তিনি। ভবিষ্যতে স্পাই ইউনিভার্সের সিনেমার পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে চান প্রযোজক। একই রকম ফর্মুলার ব্যবহার বন্ধ করে একঘেয়েমি এড়ানোর দিকেই নজর তাঁর।
সে কারণে টাইগার ভার্সেস পাঠানের শুটিং শুরু হতে আরও বেশ খানিকটা দেরি হবে। কারণ, বর্তমানে প্রযোজক আদিত্য চোপড়ার একমাত্র ধ্যানজ্ঞান রণবীর কাপুরের ‘ধুম ৪’ নিয়ে। প্রযোজক নিজেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এটির কাজ শেষ হলেই শুরু হবে শাহরুখ-সালমানকে নিয়ে নতুন গল্প লেখার কাজ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে