
শুক্রবার মুক্তি পেল বলিউডের আলোচিত ছবি ‘সূরিয়াভানশি’। ছবির অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। করোনার এই সময়ে ছবিটি বলিউডের বক্স অফিসে নতুন করে আশার আলো জাগিয়েছে। রোহিত শেঠি পরিচালিত ছবিটি ভারতের অন্যতম বড় উৎসব দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রথম থেকে ছবির ব্যবসায় অঞ্চল ভিত্তিক নজর দিলে অনেকটা ‘গোলমাল’ ছবির মতোই বক্স অফিসে ব্যবসা করছিল। কিন্তু মহারাষ্ট্রে ৫০ শতাংশ দখলে থাকার কারণে, মুম্বাইয়ের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রকোপের পর দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে জুলাই-আগস্টে সিনেমা হলগুলি খুলেছে। মহারাষ্ট্রের সিনেমাহলগুলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মূল বাজার। ২২ অক্টোবর থেকে ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে ফের চালু হয়েছে এই হলগুলো। শতভাগ হল নিয়ে মুক্তি পেলে ছবিটির ব্যবসা যে আরও বাড়তো সেটা বলাই যায়।
রিপোর্ট আরও বলছে, হলিউডের আলোচিত ছবি ‘ইটারনালস’ এর সঙ্গে লড়াই করতে হচ্ছে এই ছবির। ভারতে প্রথমদিনে হলিউডের ছবিটি মোট ৮ কোটি টাকার ব্যবসা করেছে।
বিশ্বজুড়ে ৬৬টা দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘সুরিয়াভানশি’। যদিও ভারতে কতগুলো স্ত্রিনে চলছে এই ছবি তা এখনও বাণিজ্য বিশেষজ্ঞদের দ্বারা সঠিকভাবে জানা যায়নি।
গত বছরের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূরিয়াভানশি’ ছবিটি। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। অতঃপর ওটিটি প্লাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিলেও সেটি থেকে সরে আসেন পরিচালক রোহিত শেঠি। কারণ ছবিটির মুক্তির জন্য প্রেক্ষাগৃহকেই উপযুক্ত মনে করেন এই পরিচালক।

শুক্রবার মুক্তি পেল বলিউডের আলোচিত ছবি ‘সূরিয়াভানশি’। ছবির অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। করোনার এই সময়ে ছবিটি বলিউডের বক্স অফিসে নতুন করে আশার আলো জাগিয়েছে। রোহিত শেঠি পরিচালিত ছবিটি ভারতের অন্যতম বড় উৎসব দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রথম থেকে ছবির ব্যবসায় অঞ্চল ভিত্তিক নজর দিলে অনেকটা ‘গোলমাল’ ছবির মতোই বক্স অফিসে ব্যবসা করছিল। কিন্তু মহারাষ্ট্রে ৫০ শতাংশ দখলে থাকার কারণে, মুম্বাইয়ের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রকোপের পর দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে জুলাই-আগস্টে সিনেমা হলগুলি খুলেছে। মহারাষ্ট্রের সিনেমাহলগুলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মূল বাজার। ২২ অক্টোবর থেকে ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে ফের চালু হয়েছে এই হলগুলো। শতভাগ হল নিয়ে মুক্তি পেলে ছবিটির ব্যবসা যে আরও বাড়তো সেটা বলাই যায়।
রিপোর্ট আরও বলছে, হলিউডের আলোচিত ছবি ‘ইটারনালস’ এর সঙ্গে লড়াই করতে হচ্ছে এই ছবির। ভারতে প্রথমদিনে হলিউডের ছবিটি মোট ৮ কোটি টাকার ব্যবসা করেছে।
বিশ্বজুড়ে ৬৬টা দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘সুরিয়াভানশি’। যদিও ভারতে কতগুলো স্ত্রিনে চলছে এই ছবি তা এখনও বাণিজ্য বিশেষজ্ঞদের দ্বারা সঠিকভাবে জানা যায়নি।
গত বছরের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূরিয়াভানশি’ ছবিটি। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। অতঃপর ওটিটি প্লাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিলেও সেটি থেকে সরে আসেন পরিচালক রোহিত শেঠি। কারণ ছবিটির মুক্তির জন্য প্রেক্ষাগৃহকেই উপযুক্ত মনে করেন এই পরিচালক।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে