বিনোদন ডেস্ক
নিজের বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। গত সোমবার মুম্বাইয়ে সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। অনুষ্ঠানে এসে তিনি জানান, এই মঞ্চে ফিরতে পেরে খুশি।
গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই তাঁর জটিল অস্ত্রোপচার হয়। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ছোট নবাবের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইফ। গত সোমবার সিনেমার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান তিনি। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ।
অনুষ্ঠানে সাইফ জানান, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এত দিনে তা পূরণ হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের প্রশংসাও করেন সাইফ। তবে টিজার প্রকাশ অনুষ্ঠানে সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতেই তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন অনেকে। সেখানে সাইফের সঙ্গে মাত্র দুজন বডিগার্ড ছিলেন। এত বড় হামলার পরেও কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অভিনেতা? প্রশ্ন তুলেছেন অনেকে।
নিজের বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। গত সোমবার মুম্বাইয়ে সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। অনুষ্ঠানে এসে তিনি জানান, এই মঞ্চে ফিরতে পেরে খুশি।
গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই তাঁর জটিল অস্ত্রোপচার হয়। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ছোট নবাবের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইফ। গত সোমবার সিনেমার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান তিনি। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ।
অনুষ্ঠানে সাইফ জানান, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এত দিনে তা পূরণ হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের প্রশংসাও করেন সাইফ। তবে টিজার প্রকাশ অনুষ্ঠানে সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতেই তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন অনেকে। সেখানে সাইফের সঙ্গে মাত্র দুজন বডিগার্ড ছিলেন। এত বড় হামলার পরেও কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অভিনেতা? প্রশ্ন তুলেছেন অনেকে।
সিনেমা হল এবং ওটিটি—ঈদ উৎসবে দুই মাধ্যমেই আছেন সাদিয়া আয়মান। ‘উৎসব’ সিনেমা ও ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। কাজ দুটি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৭ ঘণ্টা আগেগণমাধ্যমকে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর জীবনে অতীত। তবে শাকিবকে নিয়ে এখনো চলছে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। দুজনই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। একজন পোস্ট শেয়ার করার কিছু সময় পরেই পাল্টা পোস্ট দেন অন্যজন। ভার্চুয়াল জগতে চলে দুজনের বাগ্যুদ্ধ। আর তাতে নানা...
৭ ঘণ্টা আগে‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।
৭ ঘণ্টা আগেসিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৬ কোটি রুপি। সেই সিনেমাই বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। ২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। এই সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। মুক্তি পাওয়ার কথা এ বছরের...
৭ ঘণ্টা আগে