Ajker Patrika

শাহরুখের স্ত্রী গৌরীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২: ৫৪
শাহরুখের স্ত্রী গৌরীর বিরুদ্ধে মামলা

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মুম্বাইয়ের এক বাসিন্দা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গতকাল বুধবার ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলা দায়ের করা হয়েছে। যশবন্ত শান নামক অভিযোগকারী মুম্বাইয়ের বাসিন্দা।

গৌরীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তুলসীয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক এক কোম্পানিকে ৮৬ লাখ রুপি দিয়ে ফ্ল্যাট বুক করার পরেও তিনি সেই ফ্ল্যাট বুঝে পাননি। সেই ফ্ল্যাট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

আর ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। ওই ব্যক্তি অভিযোগে জানান, গৌরী খানের মতো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেই কোম্পানির ওপর বিশ্বাস করেছিলেন সেই ব্যক্তি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরীর দ্বারা প্রভাবিত হয়ে ফ্ল্যাটটি কিনেছেন বলে তিনি অভিযোগ করেছেন।

শুধু গৌরী খান নন, অভিযোগকারী ব্যক্তি তুলসীয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিএমডি অনিল কুমার তুলসীয়ানি এবং কোম্পানির ডিরেক্টর মহেশ তুলসীয়ানির বিরুদ্ধেও মামলা করেছেন। তবে এ বিষয়ে এখনো শাহরুখ খান কিংবা গৌরী খানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত