
চুক্তি বাতিলের পরও তাঁর পানমশলার বিজ্ঞাপন প্রচার হচ্ছে। তাতে ক্ষুব্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠালেন তিনি। অমিতাভের পাঠানো নোটিশে অবিলম্বে সমস্ত প্লাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বেশ কিছুদিন আগে পানমশলার কোম্পানির জন্য বিজ্ঞাপনটি করেছিলেন বিগ বি। তা প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তাঁর মতো একজন ব্যক্তিত্ব কীভাবে এমন পণ্যের বিজ্ঞাপন করতে পারেন, তোলা হয় সেই প্রশ্ন। তামাক বিরোধী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলিউড শাহেনশাহকে চিঠিও লেখা হয়।
এরপরই কড়া পদক্ষেপ নেন অমিতাভ। নিজের ৭৯তম জন্মদিনে তাঁর পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা এই কিংবদন্তি তারকা জানতেন না। যখন তিনি তা জানতে পারেন, প্রতিষ্ঠানের সঙ্গে সব চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।
অভিযোগ, অমিতাভ বচ্চন পানমশলার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার পরও তাঁর বিজ্ঞাপনটি প্রচার করা হয়। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে আইনজীবীদের পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠান। ঘটনায় পানমশলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পানমশলার বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। এই তালিকায় শাহরুখ খান, অজয় দেবগনের মতো তারকাও রয়েছেন। তাঁদের বিজ্ঞাপন অবশ্য এখনও বিভিন্ন মাধ্যমে দেখা যায়। তবে অমিতাভের এমন বিজ্ঞাপন মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। তাঁদের ইচ্ছের মান রেখে পানমশলার বিজ্ঞপনের চুক্তি বাতিল করেন বিগ বি।

চুক্তি বাতিলের পরও তাঁর পানমশলার বিজ্ঞাপন প্রচার হচ্ছে। তাতে ক্ষুব্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠালেন তিনি। অমিতাভের পাঠানো নোটিশে অবিলম্বে সমস্ত প্লাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বেশ কিছুদিন আগে পানমশলার কোম্পানির জন্য বিজ্ঞাপনটি করেছিলেন বিগ বি। তা প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তাঁর মতো একজন ব্যক্তিত্ব কীভাবে এমন পণ্যের বিজ্ঞাপন করতে পারেন, তোলা হয় সেই প্রশ্ন। তামাক বিরোধী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলিউড শাহেনশাহকে চিঠিও লেখা হয়।
এরপরই কড়া পদক্ষেপ নেন অমিতাভ। নিজের ৭৯তম জন্মদিনে তাঁর পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা এই কিংবদন্তি তারকা জানতেন না। যখন তিনি তা জানতে পারেন, প্রতিষ্ঠানের সঙ্গে সব চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।
অভিযোগ, অমিতাভ বচ্চন পানমশলার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার পরও তাঁর বিজ্ঞাপনটি প্রচার করা হয়। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে আইনজীবীদের পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠান। ঘটনায় পানমশলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পানমশলার বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। এই তালিকায় শাহরুখ খান, অজয় দেবগনের মতো তারকাও রয়েছেন। তাঁদের বিজ্ঞাপন অবশ্য এখনও বিভিন্ন মাধ্যমে দেখা যায়। তবে অমিতাভের এমন বিজ্ঞাপন মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। তাঁদের ইচ্ছের মান রেখে পানমশলার বিজ্ঞপনের চুক্তি বাতিল করেন বিগ বি।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১১ ঘণ্টা আগে