বিনোদন ডেস্ক

মির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
ানা গেছে, ‘পঞ্চায়েত’খ্যাত জিতেন্দ্র কুমার ও ‘লাপাতা লেডিস’খ্যাত রবি কিষাণ অভিনয় করবেন মির্জাপুর দ্য ফিল্মের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। মির্জাপুর দ্য ফিল্ম প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। গত বুধবার প্রতিষ্ঠানটির মুম্বাই অফিসে হয়ে গেল সিনেমাটির মহরত। সেখানে মির্জাপুর সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে হাজির ছিলেন জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
তবে রবি ও জিতেন্দ্র কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো খোলাসা করেননি নির্মাতারা। ফলে রহস্য ঘনীভূত হয়েছে—তাঁরা কি পরিচিত চরিত্রের জায়গায় আসছেন, নাকি একেবারে নতুন ভূমিকায় গল্পের মোড় ঘুরিয়ে দেবেন? গুড্ডু চরিত্রের আলী ফজল, কালীন ভাইয়া চরিত্রের পঙ্কজ ত্রিপাঠী, গোলু চরিত্রের শ্বেতা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরবেন মির্জাপুর সিনেমায়। এ ছাড়া প্রথম সিজনে মারা যাওয়া সুইটি চরিত্রের শ্রেয়া এবং দ্বিতীয় সিজনে মারা যাওয়া মুন্না ভাইয়া চরিত্রের দিব্যেন্দুকেও দেখা যাবে সিনেমায়।
জানা গেছে, মির্জাপুর সিনেমার চিত্রনাট্য লিখেছেন পুণিত কৃষ্ণা, পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও রিডিং সেশনও শুরু হয়ে গেছে। রবি ও জিতেন্দ্রও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।

মির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
ানা গেছে, ‘পঞ্চায়েত’খ্যাত জিতেন্দ্র কুমার ও ‘লাপাতা লেডিস’খ্যাত রবি কিষাণ অভিনয় করবেন মির্জাপুর দ্য ফিল্মের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। মির্জাপুর দ্য ফিল্ম প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। গত বুধবার প্রতিষ্ঠানটির মুম্বাই অফিসে হয়ে গেল সিনেমাটির মহরত। সেখানে মির্জাপুর সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে হাজির ছিলেন জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
তবে রবি ও জিতেন্দ্র কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো খোলাসা করেননি নির্মাতারা। ফলে রহস্য ঘনীভূত হয়েছে—তাঁরা কি পরিচিত চরিত্রের জায়গায় আসছেন, নাকি একেবারে নতুন ভূমিকায় গল্পের মোড় ঘুরিয়ে দেবেন? গুড্ডু চরিত্রের আলী ফজল, কালীন ভাইয়া চরিত্রের পঙ্কজ ত্রিপাঠী, গোলু চরিত্রের শ্বেতা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরবেন মির্জাপুর সিনেমায়। এ ছাড়া প্রথম সিজনে মারা যাওয়া সুইটি চরিত্রের শ্রেয়া এবং দ্বিতীয় সিজনে মারা যাওয়া মুন্না ভাইয়া চরিত্রের দিব্যেন্দুকেও দেখা যাবে সিনেমায়।
জানা গেছে, মির্জাপুর সিনেমার চিত্রনাট্য লিখেছেন পুণিত কৃষ্ণা, পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও রিডিং সেশনও শুরু হয়ে গেছে। রবি ও জিতেন্দ্রও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৩ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৩ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৫ ঘণ্টা আগে