
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। ১৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর সফলতার মুখ দেখেন অক্ষয়। তবে আবারও যেন ছন্দপতন, গতকাল শুক্রবার মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার ‘মিশন রানিগঞ্জ’-এর শুরুটা আশানুরূপ হয়নি।
দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় মাত্র ২ কোটি ৮ লাখ রুপি, যেখানে ‘ওএমজি ২’ প্রথম দিনে আয় করেছিল ১০ কোটি রুপিরও বেশি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গতকাল শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩ শতাংশ দখলে ছিল মিশন রানিগঞ্জের। সকালের শোগুলোর দখল ছিল ৯.৮৪ শতাংশ, রাতের শোগুলোতে তা বেড়ে ১৮ শতাংশের কাছাকাছি হয়।
এখন দেখার পালা, আজ শনি ও আগামীকাল রোববার বাড়ে কি না, সিনেমাটির আয়। নাকি আবারও ফ্লপের খাতায় নাম ঢুকে যায় বলিউড খিলাড়ির।
‘মিশন রানিগঞ্জ’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
এদিকে শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করেছে ১.৩০ কোটি রুপি। আর কমেডি ঘরানার সিনেমা ‘ফুঁকরে ৩’-এর আয় ছিল ২.২০ কোটি রুপি।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। ১৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর সফলতার মুখ দেখেন অক্ষয়। তবে আবারও যেন ছন্দপতন, গতকাল শুক্রবার মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার ‘মিশন রানিগঞ্জ’-এর শুরুটা আশানুরূপ হয়নি।
দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় মাত্র ২ কোটি ৮ লাখ রুপি, যেখানে ‘ওএমজি ২’ প্রথম দিনে আয় করেছিল ১০ কোটি রুপিরও বেশি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গতকাল শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩ শতাংশ দখলে ছিল মিশন রানিগঞ্জের। সকালের শোগুলোর দখল ছিল ৯.৮৪ শতাংশ, রাতের শোগুলোতে তা বেড়ে ১৮ শতাংশের কাছাকাছি হয়।
এখন দেখার পালা, আজ শনি ও আগামীকাল রোববার বাড়ে কি না, সিনেমাটির আয়। নাকি আবারও ফ্লপের খাতায় নাম ঢুকে যায় বলিউড খিলাড়ির।
‘মিশন রানিগঞ্জ’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
এদিকে শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করেছে ১.৩০ কোটি রুপি। আর কমেডি ঘরানার সিনেমা ‘ফুঁকরে ৩’-এর আয় ছিল ২.২০ কোটি রুপি।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৭ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৭ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৭ ঘণ্টা আগে