
২১ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার হয় এই জনপ্রিয় টিভি শো। বলিউডের কোনো সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি।
তবে অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশ নেওয়ার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। কেবিসির ১০০০তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। বলিউড শাহেনশাহ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এরা আমার সবচেয়ে কাছের মানুষ।

১৩তম সিজনেই ১০০০তম এপিসোডে পা রাখল কেবিসি। আর ১০০০তম এপিসোড মানে স্পেশাল তো হওয়ারই ছিল। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে হট সিটে হাজির করলেন অমিতাভ বচ্চন।
টুইটারে এই খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সঙ্গে সেট থেকে টুইটারে মেয়ে ও নাতনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ‘বিগ বি’। সেই ছবিতে দেখা যাচ্ছে ‘সিনিয়র বচ্চন’-এর দুইপাশে হাসিমুখে উপস্থিত নব্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দা। ছবির সঙ্গে ক্যাপশনে শাহেনশাহ লিখেছেন, ‘কন্যারা সবথেকে প্রিয়, এটা ওদেরই দুনিয়া’।

কেবিসি-র ১০০০তম এপিসোডে কেন এলেন এই দুজন? অমিতাভ জানিয়েছেন, স্পেশাল এই পর্বের জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে অনুরোধ করেছিল, পরিবারের কাউকে অতিথি করে আনার জন্য। ফলে শ্বেতা ও নভ্যাকেই নিয়ে এসেছেন অমিতাভ। এই বিশেষ পর্বের সন্ধ্যাকে ‘গর্বের বিশেষ মুহূর্ত’ বলেছেন অমিতাভ।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আর পাঁচজনের মতো এই দুজনও তাঁদের মনের দেওয়ালের মধ্যে জমে থাকা নানান কথা প্রকাশ করেছেন। পরিবারে ডাইনিং টেবিলের গল্প এবার এই শোতেও দর্শক দেখতে পাবেন। এক বাবা ও এক নানা হিসেবে এদিন আমি এক দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছি, তা হলফ করে বলতে পারি।’
আগামী সপ্তাহেই প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড।

২১ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার হয় এই জনপ্রিয় টিভি শো। বলিউডের কোনো সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি।
তবে অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশ নেওয়ার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। কেবিসির ১০০০তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। বলিউড শাহেনশাহ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এরা আমার সবচেয়ে কাছের মানুষ।

১৩তম সিজনেই ১০০০তম এপিসোডে পা রাখল কেবিসি। আর ১০০০তম এপিসোড মানে স্পেশাল তো হওয়ারই ছিল। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে হট সিটে হাজির করলেন অমিতাভ বচ্চন।
টুইটারে এই খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সঙ্গে সেট থেকে টুইটারে মেয়ে ও নাতনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ‘বিগ বি’। সেই ছবিতে দেখা যাচ্ছে ‘সিনিয়র বচ্চন’-এর দুইপাশে হাসিমুখে উপস্থিত নব্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দা। ছবির সঙ্গে ক্যাপশনে শাহেনশাহ লিখেছেন, ‘কন্যারা সবথেকে প্রিয়, এটা ওদেরই দুনিয়া’।

কেবিসি-র ১০০০তম এপিসোডে কেন এলেন এই দুজন? অমিতাভ জানিয়েছেন, স্পেশাল এই পর্বের জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে অনুরোধ করেছিল, পরিবারের কাউকে অতিথি করে আনার জন্য। ফলে শ্বেতা ও নভ্যাকেই নিয়ে এসেছেন অমিতাভ। এই বিশেষ পর্বের সন্ধ্যাকে ‘গর্বের বিশেষ মুহূর্ত’ বলেছেন অমিতাভ।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আর পাঁচজনের মতো এই দুজনও তাঁদের মনের দেওয়ালের মধ্যে জমে থাকা নানান কথা প্রকাশ করেছেন। পরিবারে ডাইনিং টেবিলের গল্প এবার এই শোতেও দর্শক দেখতে পাবেন। এক বাবা ও এক নানা হিসেবে এদিন আমি এক দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছি, তা হলফ করে বলতে পারি।’
আগামী সপ্তাহেই প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে