বিনোদন ডেস্ক

‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’

‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৫ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৫ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৫ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৫ ঘণ্টা আগে