Ajker Patrika

ভালো লাগেনি পাঠান, শিশু ভক্তের মন্তব্যে যা বললেন শাহরুখ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২১
ভালো লাগেনি পাঠান, শিশু ভক্তের মন্তব্যে যা বললেন শাহরুখ

শাহরুখ খানের পাঠান ছবিটি ‘ভালো লাগেনি’ বলে টুইটারে ভিডিও পোস্ট করেছিল একটি শিশু। ভিডিওটি বলিউড বাদশাহ শাহরুখের নজরেও আসে। শিশুর মন্তব্যের প্রতি সম্মান করেই শাহরুখ নিজের টুইটার পেজে ভিডিওটি শেয়ার করেন। আর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

শাহরুখ ওই ভিডিওটি শেয়ার করে বলেছেন, তরুণদের পছন্দকে সম্মান করুন। ছোটদের খুশি করতে নিজের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে এক টুইটে জানান শাহরুখ।

টুইটে শাহরুখ বলেন, ‘ওহ ওহ! এখন আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। নতুন উদ্যমে কাজে ফিরতে হবে। তরুণ দর্শকদের হতাশ হতে দেওয়া যাবে না। দেশের তারুণ্যের প্রশ্ন। বি.দ্র. দয়া করে তাকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখান...হয়তো সে রোমান্টিক...শিশুদের ব্যাপারে কে জানে!’

পাঠানের সাফল্যের পর মান্নাতের সামনে অপেক্ষমাণ ভক্তদের ভালোবাসার প্রতিদানে শাহরুখ বারান্দায় হাজির হচ্ছেন প্রায়ই।

এ দিকে শাহরুখের পাঠান ছবিটি প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১২তম দিনে পাঠান গড়েছে নতুন রেকর্ড। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৫০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছে পাঠান। আর গতকাল ১১তম দিনেই আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ৭ বছরের রেকর্ড ভেঙেছে পাঠান। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের দখল পাঠানের। এর আগে ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি আয় নিয়ে রেকর্ডটি ছিল দঙ্গলের দখলে।

গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত