Ajker Patrika

সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট কেনা নিয়ে যা বললেন আদা শর্মা 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩৫
সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট কেনা নিয়ে যা বললেন আদা শর্মা 

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। তারপর থেকে দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাট ফাঁকাই পড়ে রয়েছে। গত বছর কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। সম্প্রতি সিদ্ধার্থ কাননের শোয়ে এই প্রশ্নেরই মুখোমুখি হতে হয় আদা শর্মাকে।

‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা সরাসরি স্বীকার না করলেও তাঁর কথায় এর ইঙ্গিত মিলেছে। অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন।

আদা বলেন, ‘আপাতত আমি শুধু বলতে চাই যে আমি সবার হৃদয়ে বাস করি। এ বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নিশ্চয় আসবে। আমি যখন ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ প্রাইভেট পারসন। আমি আমার সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চাই। তবে আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি।’

অভিনেতা আরও বলেন, ‘আমারও মনে হয়, যিনি এই পৃথিবীতে নেই, অথচ একসময় এত সুন্দর ছবি করেছেন, তাঁকে নিয়ে এভাবে কথা বলাটা ভুল। আমি এটাকে সমর্থন করি না। উনি এমন একজন অভিনেতা, যাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমি এই সম্মান বজায় রাখতে চাই। কারণ লোকজন এটা নিয়ে নানান ভুলভাল মন্তব্য করলে সেটা আমার ভালো লাগে না।’

আদা শর্মা। ছবি: ইনস্টাগ্রামআদা আরও বলেন, ‘আমি ইতিমধ্যে এটা নিয়ে নানান মন্তব্য পড়েছি। আমি বলতে চাইছি, আপনারা আমাকে ট্রল করতেই পারেন, কিন্তু এমন কাউকে ট্রল করবেন না, যিনি আর নেই। কারণ তাঁদের নিয়ে কথা বলার কেউ নেই। আমি কোথায় থাকি তা শিগগিরই প্রকাশ্যে আনব, তবে এই মুহূর্তে আমি লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করছি, বিনা ভাড়ায়।’

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত২০২৩ সালের আগস্টে ভারতের এক নামী পাপারাজ্জি পোস্ট থেকে জানা যায়, আদা শর্মা মন্ট ব্লাঙ্ক অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনছেন, যেখানে সুশান্ত থাকতেন। টেলিচক্করের প্রতিবেদনে দাবি করা হয়, এ বিষয়ে আদা শর্মার টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর এই খবর সত্যি বলে নিশ্চিত করেছেন। তবে আদা শর্মা ওই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছেন কি না, তা এখনো জানা যায়নি।

বান্দ্রার এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহজানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে মাসিক সাড়ে ৪ লাখ রুপিতে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন সুশান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত