
মুক্তির দিনেই বক্স অফিস দখলে নিয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২ ’। শুরুর দিনটায় চমক দেখিয়ে চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, পুরো সপ্তাহে চলচ্চিত্রটি যদি দর্শক টানতে পারে, তাহলে ‘ব্রহ্মাস্ত্রের’ পর এটা হবে শুরুর সপ্তাহে বক্স অফিস মাতানো দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। এর জনপ্রিয়তা ও বক্স অফিসে চলচ্চিত্রটির সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে সফলও হয়েছে এটি।
ইন্ডিয়া টাইমস বলছে, প্রথম দিনের ভালো আয়ের পর দ্বিতীয় দিনেও চলচ্চিত্রটি দর্শক টেনেছে। দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি প্রায় ২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু চমৎকার গল্পের কারণে বড় বাজেটের না হয়েও চলচ্চিত্রটি সাড়া ফেলেছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এর আগে বলেছিলেন, চলচ্চিত্রটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারে।
রিমেক চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে। এটি এ বছরে বলিউডে শীর্ষ আয়ের চলচ্চিত্রের অন্যতম হতে পারে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিকুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তির দিনেই বক্স অফিস দখলে নিয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২ ’। শুরুর দিনটায় চমক দেখিয়ে চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, পুরো সপ্তাহে চলচ্চিত্রটি যদি দর্শক টানতে পারে, তাহলে ‘ব্রহ্মাস্ত্রের’ পর এটা হবে শুরুর সপ্তাহে বক্স অফিস মাতানো দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। এর জনপ্রিয়তা ও বক্স অফিসে চলচ্চিত্রটির সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে সফলও হয়েছে এটি।
ইন্ডিয়া টাইমস বলছে, প্রথম দিনের ভালো আয়ের পর দ্বিতীয় দিনেও চলচ্চিত্রটি দর্শক টেনেছে। দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি প্রায় ২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু চমৎকার গল্পের কারণে বড় বাজেটের না হয়েও চলচ্চিত্রটি সাড়া ফেলেছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এর আগে বলেছিলেন, চলচ্চিত্রটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারে।
রিমেক চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে। এটি এ বছরে বলিউডে শীর্ষ আয়ের চলচ্চিত্রের অন্যতম হতে পারে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিকুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে