
করোনা-পরবর্তী সময়ে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে কিছু সিনেমা নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এ অবস্থায় দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগের টাকা ওঠানোর সহজ ও নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি।
এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। এবার জানা গেছে এ দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দেখা যাবে দুই জলির টক্কর। মুখোমুখি লড়াই হবে অক্ষয় ও আরশাদের।
ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, এক মাস ধরে ছবিটির শুটিং হবে রাজস্থানে। লোকেশনের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসার কথা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘‘জলি এলএলবি ৩’’ আসছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।’ এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।
কথা প্রসঙ্গে আরশাদ আরও জানিয়েছেন তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, ‘আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেঠির ফোন পাই, আর ও যেন আমাকে জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫-এর শুটিং করছে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

করোনা-পরবর্তী সময়ে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে কিছু সিনেমা নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এ অবস্থায় দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগের টাকা ওঠানোর সহজ ও নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি।
এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। এবার জানা গেছে এ দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দেখা যাবে দুই জলির টক্কর। মুখোমুখি লড়াই হবে অক্ষয় ও আরশাদের।
ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, এক মাস ধরে ছবিটির শুটিং হবে রাজস্থানে। লোকেশনের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসার কথা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘‘জলি এলএলবি ৩’’ আসছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।’ এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।
কথা প্রসঙ্গে আরশাদ আরও জানিয়েছেন তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, ‘আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেঠির ফোন পাই, আর ও যেন আমাকে জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫-এর শুটিং করছে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ মিনিট আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১২ মিনিট আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৮ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২২ মিনিট আগে