
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে