
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।

বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
২১ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
২১ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
২১ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
২১ ঘণ্টা আগে