
ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কয়েক দিন আগে মুম্বাইয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিয়া বারদে নামের ওই নারীর পরিচয় হিসেবে ভারতের পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশি নাগরিক’ এবং ‘পর্নো তারকা’। তাঁকে গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে উঠে এসেছে শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেন রিয়া বারদে। তিনি রাজ কুন্দ্রার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন। এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি ওই অভিনেত্রীকে চেনেন না।
হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা জানান, তাঁর নামে যে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে, তাতে তিনি খুবই হতাশ। রাজ বলেন, ‘খবরে বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই নারী আমার সঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট করে দিতে চাই, এ নারীকে আমি চিনি না। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটির সঙ্গেও কখনো যুক্ত ছিলাম না।’
রাজের দাবি, এমন ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেয় করা হচ্ছে। ঘটনাটি চাঞ্চল্যকর করতে ভারতীয় মিডিয়াগুলো তাঁর নাম ব্যবহার করছে বলেও অভিযোগ তাঁর। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, যেসব মিডিয়া রিয়া বারদের সঙ্গে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করেছে, সেগুলোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রাজ। এ ছাড়া বোম্বে হাইকোর্টে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।

ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কয়েক দিন আগে মুম্বাইয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিয়া বারদে নামের ওই নারীর পরিচয় হিসেবে ভারতের পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশি নাগরিক’ এবং ‘পর্নো তারকা’। তাঁকে গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে উঠে এসেছে শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেন রিয়া বারদে। তিনি রাজ কুন্দ্রার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন। এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি ওই অভিনেত্রীকে চেনেন না।
হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা জানান, তাঁর নামে যে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে, তাতে তিনি খুবই হতাশ। রাজ বলেন, ‘খবরে বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই নারী আমার সঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট করে দিতে চাই, এ নারীকে আমি চিনি না। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটির সঙ্গেও কখনো যুক্ত ছিলাম না।’
রাজের দাবি, এমন ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেয় করা হচ্ছে। ঘটনাটি চাঞ্চল্যকর করতে ভারতীয় মিডিয়াগুলো তাঁর নাম ব্যবহার করছে বলেও অভিযোগ তাঁর। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, যেসব মিডিয়া রিয়া বারদের সঙ্গে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করেছে, সেগুলোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রাজ। এ ছাড়া বোম্বে হাইকোর্টে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৪ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৫ ঘণ্টা আগে