
ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কয়েক দিন আগে মুম্বাইয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিয়া বারদে নামের ওই নারীর পরিচয় হিসেবে ভারতের পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশি নাগরিক’ এবং ‘পর্নো তারকা’। তাঁকে গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে উঠে এসেছে শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেন রিয়া বারদে। তিনি রাজ কুন্দ্রার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন। এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি ওই অভিনেত্রীকে চেনেন না।
হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা জানান, তাঁর নামে যে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে, তাতে তিনি খুবই হতাশ। রাজ বলেন, ‘খবরে বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই নারী আমার সঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট করে দিতে চাই, এ নারীকে আমি চিনি না। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটির সঙ্গেও কখনো যুক্ত ছিলাম না।’
রাজের দাবি, এমন ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেয় করা হচ্ছে। ঘটনাটি চাঞ্চল্যকর করতে ভারতীয় মিডিয়াগুলো তাঁর নাম ব্যবহার করছে বলেও অভিযোগ তাঁর। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, যেসব মিডিয়া রিয়া বারদের সঙ্গে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করেছে, সেগুলোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রাজ। এ ছাড়া বোম্বে হাইকোর্টে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।

ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কয়েক দিন আগে মুম্বাইয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিয়া বারদে নামের ওই নারীর পরিচয় হিসেবে ভারতের পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশি নাগরিক’ এবং ‘পর্নো তারকা’। তাঁকে গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে উঠে এসেছে শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেন রিয়া বারদে। তিনি রাজ কুন্দ্রার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এ প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন। এই অভিযোগ অস্বীকার করে গতকাল রাজ কুন্দ্রা দাবি করেছেন, তিনি ওই অভিনেত্রীকে চেনেন না।
হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা জানান, তাঁর নামে যে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে, তাতে তিনি খুবই হতাশ। রাজ বলেন, ‘খবরে বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই নারী আমার সঙ্গে কাজ করেছেন। আমি স্পষ্ট করে দিতে চাই, এ নারীকে আমি চিনি না। তাঁর সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি যে প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটির সঙ্গেও কখনো যুক্ত ছিলাম না।’
রাজের দাবি, এমন ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে হেয় করা হচ্ছে। ঘটনাটি চাঞ্চল্যকর করতে ভারতীয় মিডিয়াগুলো তাঁর নাম ব্যবহার করছে বলেও অভিযোগ তাঁর। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাজ কুন্দ্রা। তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, যেসব মিডিয়া রিয়া বারদের সঙ্গে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করেছে, সেগুলোর বিরুদ্ধে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রাজ। এ ছাড়া বোম্বে হাইকোর্টে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৪ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৬ ঘণ্টা আগে