বিশাল কুড়ি, ঢাকা

সাবলীল অভিনয়, অমায়িক সৌন্দর্য ও ফ্যাশন-সচেতনতায় বলিউডে সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন সিনেমা অঙ্গনে।
মুম্বাই পেরিয়ে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হচ্ছে দক্ষিণ ভারতেও। ২০১৭ সালে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। সে সময় হলিউডের আরও কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও অভিনেত্রী নিয়মিত হয়েছেন বলিউড ও প্যান ইন্ডিয়ান সিনেমায়।
দীপিকা জানিয়েছেন, হলিউডে কাজ করতে চান তিনি। তাই বলে খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না, ছাড়তে চান না নিজের সংস্কৃতিকেও। সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনকে দীপিকা বলেন, ‘আগামী দিনে হলিউডে কাজ করলেও ভারতীয় সংস্কৃতিকে ছাড়তে পারব না। দেশের বাইরে পরিচিতি লাভ করতে হলে ভিন্ন সংস্কৃতি, নিয়মকানুনসহ সব দিকেই পরিবর্তন আনতে হয়। তবে আমি চাই না আমার নিজস্বতাকে বিসর্জন দিয়ে ভিন দেশে পরিচিত হতে। নিজের দিকটা ঠিক রেখে তবেই আন্তর্জাতিক খ্যাতি পেতে চাই।’
দীপিকা আরও বলেন, ‘ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি লজ্জিত নই, বরং গর্বিত। খ্যাতির লোভে, ভালো কাজ পেতে হলে আমাকে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সবকিছু পরিবর্তন করে ফেলতে হবে, এমনটা আমি মনে করি না। এমনকি নিজের কথাবার্তার ভঙ্গিও পরিবর্তন করতে চাই না।’
উল্লেখ্য, ২০২১ সালে হলিউডের একটি রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সে সিনেমা আর তৈরি হয়নি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। তা ছাড়া বর্তমানে বলিউড সিনেমা ‘ফাইটার’ ও প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

সাবলীল অভিনয়, অমায়িক সৌন্দর্য ও ফ্যাশন-সচেতনতায় বলিউডে সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন সিনেমা অঙ্গনে।
মুম্বাই পেরিয়ে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হচ্ছে দক্ষিণ ভারতেও। ২০১৭ সালে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। সে সময় হলিউডের আরও কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও অভিনেত্রী নিয়মিত হয়েছেন বলিউড ও প্যান ইন্ডিয়ান সিনেমায়।
দীপিকা জানিয়েছেন, হলিউডে কাজ করতে চান তিনি। তাই বলে খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না, ছাড়তে চান না নিজের সংস্কৃতিকেও। সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনকে দীপিকা বলেন, ‘আগামী দিনে হলিউডে কাজ করলেও ভারতীয় সংস্কৃতিকে ছাড়তে পারব না। দেশের বাইরে পরিচিতি লাভ করতে হলে ভিন্ন সংস্কৃতি, নিয়মকানুনসহ সব দিকেই পরিবর্তন আনতে হয়। তবে আমি চাই না আমার নিজস্বতাকে বিসর্জন দিয়ে ভিন দেশে পরিচিত হতে। নিজের দিকটা ঠিক রেখে তবেই আন্তর্জাতিক খ্যাতি পেতে চাই।’
দীপিকা আরও বলেন, ‘ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি লজ্জিত নই, বরং গর্বিত। খ্যাতির লোভে, ভালো কাজ পেতে হলে আমাকে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সবকিছু পরিবর্তন করে ফেলতে হবে, এমনটা আমি মনে করি না। এমনকি নিজের কথাবার্তার ভঙ্গিও পরিবর্তন করতে চাই না।’
উল্লেখ্য, ২০২১ সালে হলিউডের একটি রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সে সিনেমা আর তৈরি হয়নি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। তা ছাড়া বর্তমানে বলিউড সিনেমা ‘ফাইটার’ ও প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর আনুমানিক ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
৫ ঘণ্টা আগে
শাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, রোজার ঈদে মুক্তি পাবে না প্রিন্স।
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর সকালে রাজধানীতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তৌসিফ। এতে মাথায় গুরুতর আঘাত পান, প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, স্ট্রোক করেছিলেন তিনি। চিকিৎসা শেষে বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন এই সংগীতশিল্পী।
১৩ ঘণ্টা আগে
দুই দশকের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এবার তিনি পর্দায় আসছেন পুলিশ কর্মকর্তা হয়ে। জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের স্বল্পদৈর্ঘ্যে এমন চরিত্রে অভিনয় করেছেন রুনা। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা জানান, কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে রক্তছায়া।
১৩ ঘণ্টা আগে