
স্বামী আদিল খানের জামিন প্রার্থনা করছেন রিয়্যালিটি শো তারকা রাখি সাওয়ান্ত। জামিন প্রার্থনা করলেও অভিনেত্রী জানিয়েছেন আদিলকে কখনো ক্ষমা করবেন না তিনি। সম্প্রতি দুবাই যাওয়ার পথে সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রাখি। এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আজ সকালে আমি নামাজ পড়েছি। আমার মনে হলো রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’
অভিনেত্রী আরও বলেন, “আমি স্ত্রী হিসেবে ভালো ছিলাম, কিন্তু আদিল আমার জীবন নষ্ট করেছে। তাকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস। সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁকে জানাতে চাই, ‘আদিল যদি তুমি জামিন পাও, তাহলে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।”
রাখি আরও জানান, তিনি কখনই আদিলের কাছে ফিরতে চান না। একাই জীবন কাটিয়ে দিতে চান।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের মামলায় তাঁর স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেছিলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলায় আদিলের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।

স্বামী আদিল খানের জামিন প্রার্থনা করছেন রিয়্যালিটি শো তারকা রাখি সাওয়ান্ত। জামিন প্রার্থনা করলেও অভিনেত্রী জানিয়েছেন আদিলকে কখনো ক্ষমা করবেন না তিনি। সম্প্রতি দুবাই যাওয়ার পথে সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রাখি। এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আজ সকালে আমি নামাজ পড়েছি। আমার মনে হলো রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’
অভিনেত্রী আরও বলেন, “আমি স্ত্রী হিসেবে ভালো ছিলাম, কিন্তু আদিল আমার জীবন নষ্ট করেছে। তাকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস। সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁকে জানাতে চাই, ‘আদিল যদি তুমি জামিন পাও, তাহলে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।”
রাখি আরও জানান, তিনি কখনই আদিলের কাছে ফিরতে চান না। একাই জীবন কাটিয়ে দিতে চান।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের মামলায় তাঁর স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেছিলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলায় আদিলের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১২ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১২ ঘণ্টা আগে