Ajker Patrika

‘পাঠান’ঝড়ে কুপোকাত ‘শেহজাদা’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৩
‘পাঠান’ঝড়ে কুপোকাত ‘শেহজাদা’

একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।

সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।

গতকাল মুক্তি পেয়েছে কার্তিক–কৃতির ‘শেহজাদা’। তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।

সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত