Ajker Patrika

ছেলের মা হলেন বলিউড অভিনেত্রী সানা খান

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৩: ০৯
ছেলের মা হলেন বলিউড অভিনেত্রী সানা খান

পুত্রসন্তান জন্ম দিলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান। মা হওয়ার খবর গতকাল বুধবার বিকেলে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন সানা খান নিজেই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই ভালো আছে।

ইনস্টাগ্রামে সানা ও আনাস যৌথ পোস্টে অ্যানিমেশন ছবি শেয়ার করে লিখেছেন—‘আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে পূর্ণ করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত। সবাইকে ধন্যবাদ।’ মা হওয়ার খবর জানানোর পর থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সানা।

স্বামী আনাসের সঙ্গে সানা খানগত মার্চ মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। আমাদের প্রথম সন্তানের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ইনশাআল্লাহ, ও জুলাই মাসে জন্ম নেবে।’

হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত