বিনোদন ডেস্ক

রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।

আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।

রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।

আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৮ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৮ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৮ ঘণ্টা আগে