
দেয়াল টপকে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাসভবন মান্নাতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছে দুই যুবক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুজন পেছনের দেয়াল টপকে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর নিরাপত্তারক্ষীদের হাতে তারা ধরা পড়ে। এরপর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা থানায় অভিযোগ করলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্ত অনুসারে বান্দ্রা পুলিশ জানায়, দুই ব্যক্তি শাহরুখ খানের ভক্ত এবং তারা শারুখের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যার কারণে তারা অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের পক্ষ থেকে অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ পায়নি পুলিশ। একবার তাদের প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকে তারা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘জওয়ান-এর শুটিংয়ের জন্য শাহরুখ খান সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘জওয়ান’ সিনেমা নিয়ে। ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।

দেয়াল টপকে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাসভবন মান্নাতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছে দুই যুবক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুজন পেছনের দেয়াল টপকে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর নিরাপত্তারক্ষীদের হাতে তারা ধরা পড়ে। এরপর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা থানায় অভিযোগ করলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্ত অনুসারে বান্দ্রা পুলিশ জানায়, দুই ব্যক্তি শাহরুখ খানের ভক্ত এবং তারা শারুখের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যার কারণে তারা অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের পক্ষ থেকে অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ পায়নি পুলিশ। একবার তাদের প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকে তারা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘জওয়ান-এর শুটিংয়ের জন্য শাহরুখ খান সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘জওয়ান’ সিনেমা নিয়ে। ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৬ ঘণ্টা আগে