
কেন শুটিংয়ের আগে বারবার রিহার্সেল করেন অমিতাভ বচ্চন? কেন একই সংলাপ বারবার আওড়াতে হয়? জানা গেল সেই কারণ। নিজেই সেই কথা জানালেন ‘বিগ বি’। তাঁর নতুন ছবি ‘চেহরে’-এর প্রযোজক আনন্দ পন্ডিতের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা তোলেন অমিতাভ। ওই প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ‘চেহরে’ ছবিতে ‘বিগ বি’-র সহ-অভিনেতা ইমরান হাশমিও।
ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে অমিতাভ, ইমরান এবং আনন্দ এই তিনজনকেই পাওয়া গেছে। অমিতাভের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমরান হাশমি বলেন, ছবিতে নিজের ৫০০% দেওয়ার পাশাপাশি শুটিং চলাকালীন সহ-অভিনেতাদেরও যথেষ্ট সাহায্য করেন ‘বিগ বি’। তার ওপর এই ছবিতে অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি যে একইসঙ্গে আনন্দ ও ভয় পেয়েছিলেন সেকথাও জানান। আরও জানান ‘বিগ বি’-র সঙ্গে শুটিংয়ের সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেন তাঁর দিক থেকে এমন কিছু না হয় যাতে তার সঙ্গের কোন দৃশ্য দ্বিতীয়বার করতে হয়। তাই বারবার সংলাপ পড়ে মুখস্থ রাখতেন তিনি।
ইমরানের কথার জের টেনেই অমিতাভ বলেন, একজন ছবির পরিচালক শুটিংয়ের সময় একজন অভিনেতার থেকে যে ধরণের অভিনয় চাইছেন তার বিপরীত কিছু করাটা অত্যন্ত গর্হিত কাজ। তাই যথাসম্ভব ছবির সেটে পরিচালকের নির্দেশ মেনে চলেন তিনি। যথাসাধ্য তাঁর কথামতো কাজ করার চেস্ট করেন তিনি। তাই তো শুটিংয়ের আগে বারবার নিজের সংলাপ আওড়াতে থাকেন।
৭৮ বছর বয়স্ক অমিতাভ বচ্চনের কথায়, ‘আমাদের বয়সে এসে পরপর সংলাপ মনে রাখাটা ভীষণ কঠিন। তাই বারেবারে পড়তে থাকি। রিহার্সাল করতে থাকি একা একাই। সংলাপ আমার মুখস্থ করতে হয়। অনেক সময় আমার বিভিন্ন সহ-অভিনেতারা বলেছেন যে, বড্ড বেশি রিহার্সাল করতে থাকি আমি। ওরা জানেন না আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারটা। এ না করলে সংলাপ গুলিয়ে ফেলতে পারি। আমি আমার কাজে জিরো হয়ে যেতে পারি।’
রুমি জাফরির পরিচালনায় আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চেহরে’। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়া চক্রবর্তী, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব।

কেন শুটিংয়ের আগে বারবার রিহার্সেল করেন অমিতাভ বচ্চন? কেন একই সংলাপ বারবার আওড়াতে হয়? জানা গেল সেই কারণ। নিজেই সেই কথা জানালেন ‘বিগ বি’। তাঁর নতুন ছবি ‘চেহরে’-এর প্রযোজক আনন্দ পন্ডিতের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা তোলেন অমিতাভ। ওই প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ‘চেহরে’ ছবিতে ‘বিগ বি’-র সহ-অভিনেতা ইমরান হাশমিও।
ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে অমিতাভ, ইমরান এবং আনন্দ এই তিনজনকেই পাওয়া গেছে। অমিতাভের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমরান হাশমি বলেন, ছবিতে নিজের ৫০০% দেওয়ার পাশাপাশি শুটিং চলাকালীন সহ-অভিনেতাদেরও যথেষ্ট সাহায্য করেন ‘বিগ বি’। তার ওপর এই ছবিতে অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি যে একইসঙ্গে আনন্দ ও ভয় পেয়েছিলেন সেকথাও জানান। আরও জানান ‘বিগ বি’-র সঙ্গে শুটিংয়ের সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেন তাঁর দিক থেকে এমন কিছু না হয় যাতে তার সঙ্গের কোন দৃশ্য দ্বিতীয়বার করতে হয়। তাই বারবার সংলাপ পড়ে মুখস্থ রাখতেন তিনি।
ইমরানের কথার জের টেনেই অমিতাভ বলেন, একজন ছবির পরিচালক শুটিংয়ের সময় একজন অভিনেতার থেকে যে ধরণের অভিনয় চাইছেন তার বিপরীত কিছু করাটা অত্যন্ত গর্হিত কাজ। তাই যথাসম্ভব ছবির সেটে পরিচালকের নির্দেশ মেনে চলেন তিনি। যথাসাধ্য তাঁর কথামতো কাজ করার চেস্ট করেন তিনি। তাই তো শুটিংয়ের আগে বারবার নিজের সংলাপ আওড়াতে থাকেন।
৭৮ বছর বয়স্ক অমিতাভ বচ্চনের কথায়, ‘আমাদের বয়সে এসে পরপর সংলাপ মনে রাখাটা ভীষণ কঠিন। তাই বারেবারে পড়তে থাকি। রিহার্সাল করতে থাকি একা একাই। সংলাপ আমার মুখস্থ করতে হয়। অনেক সময় আমার বিভিন্ন সহ-অভিনেতারা বলেছেন যে, বড্ড বেশি রিহার্সাল করতে থাকি আমি। ওরা জানেন না আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারটা। এ না করলে সংলাপ গুলিয়ে ফেলতে পারি। আমি আমার কাজে জিরো হয়ে যেতে পারি।’
রুমি জাফরির পরিচালনায় আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চেহরে’। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়া চক্রবর্তী, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে