Ajker Patrika

অমিতাভের এই গুনটি আছে সব শিল্পীর?

অমিতাভের এই গুনটি আছে সব শিল্পীর?

কেন শুটিংয়ের আগে বারবার রিহার্সেল করেন অমিতাভ বচ্চন? কেন একই সংলাপ বারবার আওড়াতে হয়? জানা গেল সেই কারণ। নিজেই সেই কথা জানালেন ‘বিগ বি’। তাঁর নতুন ছবি ‘চেহরে’-এর প্রযোজক আনন্দ পন্ডিতের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা তোলেন অমিতাভ। ওই প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ‘চেহরে’ ছবিতে ‘বিগ বি’-র সহ-অভিনেতা ইমরান হাশমিও।

ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে অমিতাভ, ইমরান এবং আনন্দ এই তিনজনকেই পাওয়া গেছে। অমিতাভের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমরান হাশমি বলেন, ছবিতে নিজের ৫০০% দেওয়ার পাশাপাশি শুটিং চলাকালীন সহ-অভিনেতাদেরও যথেষ্ট সাহায্য করেন ‘বিগ বি’। তার ওপর এই ছবিতে অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি যে একইসঙ্গে আনন্দ ও ভয় পেয়েছিলেন সেকথাও জানান। আরও জানান ‘বিগ বি’-র সঙ্গে শুটিংয়ের সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেন তাঁর দিক থেকে এমন কিছু না হয় যাতে তার সঙ্গের কোন দৃশ্য দ্বিতীয়বার করতে হয়। তাই বারবার সংলাপ পড়ে মুখস্থ রাখতেন তিনি।

অমিতাভ বচ্চনইমরানের কথার জের টেনেই অমিতাভ বলেন, একজন ছবির পরিচালক শুটিংয়ের সময় একজন অভিনেতার থেকে যে ধরণের অভিনয় চাইছেন তার বিপরীত কিছু করাটা অত্যন্ত গর্হিত কাজ। তাই যথাসম্ভব ছবির সেটে পরিচালকের নির্দেশ মেনে চলেন তিনি। যথাসাধ্য তাঁর কথামতো কাজ করার চেস্ট করেন তিনি। তাই তো শুটিংয়ের আগে বারবার নিজের সংলাপ আওড়াতে থাকেন।

৭৮ বছর বয়স্ক অমিতাভ বচ্চনের কথায়, ‘আমাদের বয়সে এসে পরপর সংলাপ মনে রাখাটা ভীষণ কঠিন। তাই বারেবারে পড়তে থাকি। রিহার্সাল করতে থাকি একা একাই। সংলাপ আমার মুখস্থ করতে হয়। অনেক সময় আমার বিভিন্ন সহ-অভিনেতারা বলেছেন যে, বড্ড বেশি রিহার্সাল করতে থাকি আমি। ওরা জানেন না আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারটা। এ না করলে সংলাপ গুলিয়ে ফেলতে পারি। আমি আমার কাজে জিরো হয়ে যেতে পারি।’

রুমি জাফরির পরিচালনায় আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চেহরে’। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়া চক্রবর্তী, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত